সোহমের ফোনে ঋত্বিকার মিসড কল
RBN Web Desk: রক্ষণশীল বাড়ির মেয়ে, কলেজপড়ুয়া লীলা প্রতিযোগিতায় জিতে পুরষ্কার হিসেবে একটি মোবাইল ফোন পায়। কিন্তু রাশভারী, দাম্ভিক বাবার কাছে ফোন রিচার্জ করা তো দূর, সেটা ব্যবহার করারই অনুমতি পায় না। কলেজে তার কিছু দুষ্টু, অকালপক্ব বন্ধুর পাল্লায় পড়ে অপরিচিত ফোন নম্বরে মিসড কল দেওয়া শুরু করে লীলা। কথার জালে তাদের থেকে কায়দা করে ফোন রিচার্জ করিয়ে নেওয়াই লীলাদের মূল উদ্দেশ্য।
এভাবেই হঠাৎ একদিন একটি মনগড়া নম্বর ডায়াল করতে গিয়ে লীলার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব হয়। কৃষ্ণ অতি সাধারণ পরিবারের ছেলে। সে পেশায় পুলকার চালক, যার পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। সামনাসামনি দেখা না হলেও ফোনে তাদের নিয়মিত কথা হতে থাকে। লীলা ও কৃষ্ণ ফোনে নিজেদের সুখদুঃখ ভাগ করে নেয়। একটা সময় নিজেদের অজান্তেই তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে।
আরও পড়ুন: দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ
এ পর্যন্ত গল্পটা ভার্চুয়াল জগতে আর পাঁচটা লং ডিসটেন্স রিলেশনশিপের মতই। কিন্তু এরপরেই কাহিনীর মোড় ঘুরে যায়। হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় লীলা। অন্তর্জালে বাঁধা এই পৃথিবীতে দুটি অজ্ঞাত ফোন নম্বর, অচেনা দুই মানুষের জীবনে কী সাংঘাতিক পরিণতি বয়ে আনতে পারে তাই নিয়েই রবি কিনাগীর ছবি ‘মিস কল’। এই ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী ও ঋত্বিকা সেন। সম্প্রতি শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা।
“রবিজীর সঙ্গে এটা আমার চার নম্বর ছবি,” জানালেন ঋত্বিকা। “এর আগে ‘জিও পাগলা’তে আমি আর বিট্টুদা (সোহম) স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। বয়সের ফারাক থাকলেও আমাদের রসায়নটা দর্শক পছন্দ করেছেন।”
আনলিমিটেড ফোন কল, টেক্সট চ্যাট এবং ইন্টারনেট প্যাকের যুগে মিসড কল এখন কতটা প্রাসঙ্গিক? “সত্যি, মিসড কল দেওয়ার রেওয়াজটাই এখন আর নেই। সবকিছু কত সহজলভ্য হয়ে গেছে। তবে কৃষ্ণ যে পরিবারের ছেলে, যেভাবে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তাতে অহেতুক কাউকে ফোন করে গল্প করাটা তার কাছে বিলাসিতা। সেখানে মিসড কলটাই আসলে কৃষ্ণ ও লীলার সম্পর্কের সেতু,” বললেন সোহম।
“কিন্তু তা সত্ত্বেও লীলাকে চোখে না দেখে, ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কথা বলে কৃষ্ণ। এভাবেই লীলার মোবাইলের কলহিস্ট্রিতে তার ফোন নাম্বার থেকে যায়, বাড়তে থাকে কথা বলার সময়কাল,” যোগ করলেন ঋত্বিকা।
‘মিস কল’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, রেশমি সেন, স্বাগতা বসু ও প্রদীপ ধর। সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি। গতবছর করোনা অতিমারির কারণে পরিকল্পিতভাবেই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তাই পরিচালক ও কলাকুশলীরা ছবিটি নিয়ে আশাবাদী।
২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘মিস কল’।
ছবি: অঙ্কিতা দাশ