উত্তমকুমার অভিনীত ছবির নাম নিয়ে গান ‘অতি উত্তম’-এ
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায়ের ‘X=প্রেম’ ছবি দিয়ে অনেকেই বাংলা ছবির জগতে পা রেখেছেন। তেমনই একজন সঙ্গীত পরিচালক সপ্তক সানাই দাস। তাঁর সুরে প্রথম ছবির প্রায় প্রতিটি গানই জনপ্রিয় হয়েছিল। দ্বিতীয়বার সৃজিতেরই পরিচালনায় ‘অতি উত্তম’ ছবিতে সুরারোপ করেছেন সানাই।
কী ধরনের গান থাকছে এই ছবিতে?
“বেশ কিছু রোমান্টিক গান থাকবে কারণ ছবিটা ভালোবাসা নিয়েই,” রেডিওবাংলানেট-কে বললেন সানাই। “তবে তার মধ্যে একটা গান আছে যেটা পুরোটাই উত্তমকুমারকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। এটা সৃজিতদার লেখা। আমার আর সৃজিতদার মিলিত চেষ্টায় গানটা তৈরি হয়েছে। এটা গেয়েছে উপলদা (সেনগুপ্ত)। ‘এখনও তো সেই তোমাকে বন্ধু ভাবি’ এই গানের প্রতি লাইনে উত্তমকুমারের ছবির নাম আছে। উপলদা এত নস্টালজিক করে গেয়েছে যে গানটা সকলের ভালো লাগবে।”
ছবিতে মোট পাঁচটি গান থাকছে। গেয়েছেন মোনালি ঠাকুর, রূপঙ্কর বাগচী, পাপন, অর্ণব চক্রবর্তী ও সানাই নিজে।
সপ্তক সানাই দাস
উত্তমকুমার অভিনীত ছবির গানের ধাঁচেও দুটি গান রয়েছে ছবিতে। “সত্তর ও আশির দশকের গানের স্টাইল, যখন ‘রাজকুমারী’ মুক্তি পেয়েছে সেই সময়ের গানের ধরন পাওয়া যাবে এই দুটো গানে,” জানালেন সানাই ।
এছাড়া ছবির শুরুতে ‘চল মেয়ে তোর সাথে হাঁটতে যাব’ গানটি শোনা যাবে সানাইয়ের কণ্ঠে। ‘অতি উত্তম’-এ তাঁর একটি ক্যামিও থাকছে বলেও জানালেন সানাই।