আবারও মোদীর বায়োপিক, থাকতে পারেন সুদীপ
RBN Web Desk: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনাধারে ফের তৈরি হতে চলেছে একটি বায়োপিক। মিলন ভৌমিক পরিচালিত এই ছবির নাম ‘এক অউর নরেন’। শোনা যাচ্ছে এই ছবিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুদীপ মুখোপাধ্যায়। বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’তে অনিন্দ্যর চরিত্রে সুদীপের অভিনয় ইতিমধ্যেই বহুল জনপ্রিয়। এছাড়াও বহু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মুক্তি পেয়েছিল ওমঙ্গ কুমার পরিচালিত ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিটি। নামভূমিকায় অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়। এছাড়া মোদীর জীবন নিয়ে তৈরি হয়েছে একটি ওয়েব সিরিজ়ও।
আরও পড়ুন: দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ
মিলনের এই ছবিতে মোদীর চরিত্রে প্রথমে পরেশ রাওয়ালকে ভাবা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে পরেশ এই ছবি থেকে সরে আসায় গজেন্দ্র চৌহানকে মোদীর চরিত্রের জন্য নির্বাচিত করেন পরিচালক। ‘মহাভারত’ (১৯৮৮) ধারাবাহিকে যুধিষ্ঠিরের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান গজেন্দ্র।
‘এক অউর নরেন’ ছবির বিষয়বস্তু হিসেবে মূলত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরা হবে বলে জানা গেছে।
মিলন পরিচালিত ‘১৯৪৬-দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ ছবিটি বিতর্কিত বিষয়বস্তু থাকার কারণে মুক্তি পায়নি। এরপর মিলন ‘নির্ভয়া’, ‘ডন নম্বর ওয়ান’, ‘দাঙ্গা: দ্য রায়ট’-এর মত ছবি পরিচালনা করলে সেগুলোও তেমন সাফল্যের মুখ দেখেনি। তবে পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে মোদীর বাংলা বায়োপিক ‘এক অউর নরেন’ নিয়ে আশাবাদী পরিচালক। এক সাধারণ চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্পকে তুলে ধরবেন তাঁর চিত্রনাট্যে।
২৭ ফেব্রুয়ারি এই ছবির মহরত হওয়ার কথা।