এবার হিন্দী ধারাবাহিকে মিসমি দাস
RBN Web Desk: জনপ্রিয় হিন্দী ধারাবাহিক ডায়ন-এ অভিনয় করতে চলেছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ মিসমি দাস । সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে নিয়ে শুরু হয়ে গেছে শ্যুটিং। আগামী বেশ কয়েকটি পর্বে দেখা যাবে তাঁকে।
সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি শেয়ার করেন মিসমি। সেই থেকেই জানা যায় একতা কাপুরের সংস্থা প্রযোজিত এই ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।
কিছুদিন আগে ফাগুন বউ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মিসমি। চরিত্রটির নাম ছিল রুমঝুম। এই ধারাবাহিকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন।
মহানগরের প্রথম সবকিছু নিয়ে আসছে কলি-কথা
এর আগে জীবন জ্যোতি ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মিসমি। এছাড়াও গাছকৌটো, প্রেমের ফাঁদে, ও রাজযোটক-এর মত ধারাবাহিকে তাঁর কাজ প্রশংসিত হয়।
1