গ্রাম বাংলার রাজনৈতিক চিত্র নিয়ে ‘অন্য রূপকথা’
RBN Web Desk: শহরকেন্দ্রিক ছবির ভিড়ে গ্রাম বাংলার কাহিনি বড়পর্দায় আসে না বললেই চলে। তবে গ্রাম বলতে এককালে যা ছিল আজ আর তেমনটা নেই। বিশ্বায়নের হাওয়ায় পাল্টে গেছে গ্রামের অনেক কিছুই। সেই গ্রামের কাহিনি নিয়ে আসছে পরিচালক রতন মৈত্রের ছবি ‘অন্য রূপকথা’। ছবির মূল চরিত্রে রয়েছেন রাজ দে। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, পূজারিণী ঘোষ, সুমিত সমাদ্দার ও সুমন বন্দোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় ছবির ট্রেলার মুক্তি ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
ছবির গল্প এক ডাক্তারের জীবনকে ঘিরে। ২৬ বছর পর নিজের শৈশবের গ্রামে ফিরে আসে প্রতিষ্ঠিত চিকিৎসক অনির্বাণ রায়। এই গ্রামে কাটানো ছোটবেলার স্মৃতিকে মিলিয়ে দেখতে চায় অনির্বাণ। এদিকে রাজনৈতিক টানাপোড়েনে গ্রামের পরিবেশ আর আগের মতো নেই। অনির্বাণের দাদু চান গ্রামের সেই পুরনো নিজস্বতাকে ফিরিয়ে আনতে। অনির্বাণ তার দাদুর সঙ্গে তৈরি হওয়া মানসিক দূরত্বকে অতিক্রম করতে চায়। আবার তার ছোটবেলার ভালবাসা রূপকথাকেও চায় ফিরে পেতে। অনির্বাণ কি সফল হবে?
তাঁর প্রথম ছবি প্রসঙ্গে রাজ জানালেন, “এটা একেবারেই অরাজনৈতিক ছবি। অঞ্জন চৌধুরী যেরকম ছবি তৈরি করতেন সে ধরণের ছবি। খুব ভালো লেগেছে সকলের সঙ্গে কাজ করে।”
ছবিতে নিজের নাম কিছুতেই প্রকাশ করতে চাইলেন না সুমিত। “নামটা বললে অনেক কিছুই বোঝা হয়ে যাবে তাই বলব না। তবে সচরাচর আমাকে যেভাবে দেখা যায় এই ছবিতে তার থেকে একেবারে অন্যভাবে ব্যবহার করা হয়েছে। প্রত্যেক অভিনেতার তো কিছু খিদে থাকে। সেই খিদেটা মেটাবার মতো কাজ আমরা তেমন পাই না। এখানে চরিত্রটা একজন দুষ্টু লোকের। দুষ্টু লোক না থাকলে তো রূপকথা হয় না,” বললেন সুমিত।
পরিচালক রতনের মতে এই ছবির বিষয়বস্তু গ্রামের উন্নতিসাধন। “আমি নিজে অনেক গ্রামে ঘুরে বেড়াই” বললেন তিনি। ” আসামে দেখেছি সেখানে কৃষককে পুজো করা হয়। এখানে সেরকম কিছু হয় না। আমি সেই গ্রামটাকে তুলে আনতে চাই যেটা ছাড়া শহর চলবে না। গ্রামে শস্য ফলানো হচ্ছে বলে শহুরে লোকজন খেতে পাচ্ছে, এটা তারা নিজেরাও জানে না। এটাই জানানো দরকার বলে আমার মনে হয়েছে।”
গ্রামের শেকড়ের টানের গল্প বলতে চেয়েছেন রতন। বর্তমান সামাজিক চিত্রও ছবিতে উঠে আসবে বলে জানালেন তিনি।
আরও পড়ুন: নব্বইয়ের নস্টালজিয়া ফেরালেন শিলাজিৎ, নচিকেতা, অঞ্জন
বর্ধমানের ফকিরপুর গ্রামে ছবির শ্যুটিং হয়েছে। ফকিরপুরের অনেককেই এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে সুরারোপ করেছেন প্রিয়াঙ্ক। গান গেয়েছেন রূপঙ্কর বাগচী। গানের কথা লিখেছেন প্রলয়। চিত্রগ্রহণ করেছেন সৌরভ বন্দোপাধ্যায়। সম্পাদনার দায়িত্বে রয়েছেন পবিত্র জানা।
২২ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘অন্য রূপকথা’।