২৩ বছরে ভাস্বর
RBN Web Desk: অভিনয় জগতে ২৩ বছর পূর্ণ করলেন ভাস্বর চট্টোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি এই সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছেন। গত দুই দশকে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন রাজকুমার সন্তোষী, সন্দীপ রায়ের মতো পরিচালকদের ছবিতে।
স্মৃতিতে ডুব দিয়ে ভাস্বর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ক্যামেরার সামনে তাঁর প্রথম অভিনয় ছিল ১৯৯৮ সালে। বিষ্ণু পালচৌধুরী পরিচালিত ‘কনকাঞ্জলি’ ধারাবাহিকের একটি দৃশ্যে প্রিয়া কার্ফা ও সোনালী চোধুরীর সঙ্গে একই ফ্রেমে ছিলেন তিনি। একটি ডিস্কোতে নাচের দৃশ্যে অভিনয় করেছিলেন তাঁরা। ধারাবাহিকে এই দুই অভিনেত্রীর বন্ধুর চরিত্রে ছিলেন তিনি।
আরও পড়ুন: পরিচালকের পাড়াতেই ছবির মহরত
ভাস্বরের স্মৃতিতে উঠে এসেছে তরুণ মজুমদারের আলোতে অভিনয় করার কথাও। রাজকুমার পরিচালিত দ্য লিজেন্ড অফ ভগৎ সিং ছবিতে বিপ্লবী বটুকেশ্বর দত্তর চরিত্রে অভিনয় করেছিলেন ভাস্বর।