দেশমাতৃকার আরাধনায় গলা মেলালেন বাংলার একঝাঁক শিল্পী
RBN Web Desk: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তি পেল দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্প ভরা’র একটি বিশেষ সংস্করণ। গানটি গেয়েছেন সৌমিত্র রায়, উপল সেনগুপ্ত, ঋদ্ধি বন্দোপাধ্যায়, দেব চৌধুরী, মোনালিসা দে, তন্ময় বিশ্বাস ও নিবেদিতা দাস মুখোপাধ্যায়। লকডাউনের মধ্যেই গায়িকা ও সুরকার মোনালিসা দে তৈরি করেছেন ‘ধন ধান্য পুষ্প ভরা’র এই নব্য সংস্করণ। এই কাজের নেপথ্যে ছিলেন সেতার বাদক শৌভিক মুখোপাধ্যায়। বাচিকশিল্পী শোভনসুন্দর বসুর সংযোজনায় এবং স্বরজিত রাতুল গুহর বাঁশির সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ইন্দ্রজিৎ দে।
এক অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করে চলেছে গোটা মানবসভ্যতা। বর্তমানে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের অভ্যন্তরীণ পার্থক্যগুলো ভুলে করোনা ভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার সময় আগত। সময় এসেছে মানবিকতা এবং আধ্যাত্মিকতার সৌন্দর্যকে কার্যকর করার। মানবাত্মার অন্তরে ঈশ্বরের বসবাস। এই বিশ্বাস নিয়েই জাতির সমস্ত মানুষের উদ্দেশ্যে এই গান।
মোনালিসার কথায়, “আমরা সমস্ত শিল্পীরা এই গানের মাধ্যমে মাতৃভূমির ভালোর জন্য প্রার্থনা করছি। দেশমাতৃকার আরাধনায় এই গান আমাদের শ্রদ্ধাঞ্জলি।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
অন্যদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুক্তি পেল অতুলপ্রসাদ সেনের লেখা ‘উঠ গো ভারতলক্ষ্মী’ গানের মিউজ়িক ভিডিও ‘স্বাধীনতার গান’। এই গানে ঋদ্ধির সঙ্গে গলা মিলিয়েছেন বিশিষ্ট ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার পাশাপাশি ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজ়িক অ্যাকাডেমির ছাত্রছাত্রীরাও রয়েছে এই গানের ভিডিওতে। ভেনিসের গন্ডোলা চালকদের প্রচলিত গানের সুরের রেশ পাওয়া যাবে এই গানে।