চরিত্রের নাম শুনেই রাজি হয়ে গিয়েছিলাম: অর্ণ
RBN Web Desk: “আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, তারা জানি অমরেন্দ্রনাথ দত্ত কে বা কী? তাই চরিত্রের নাম শুনে আমি প্রায় লাফিয়ে রাজি হয়ে গিয়েছিলাম,” বললেন অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। অরুণ রায়ের ছবি ‘হীরালাল’-এ এই চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যান্য চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, খরাজ মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ও তন্নিষ্ঠা বিশ্বাস।
ভারতীয় সিনেমার জগতে দাদাসাহেব ফালকে নন, বরং হীরালাল সেনই ছিলেন মূল পথপ্রদর্শক। সেই হীরালালের বায়োপিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্ণ। বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও পরিচালক অমরেন্দ্রনাথই হীরালালকে নাটকের জগতে নিয়ে আসেন। “অমরেন্দ্রনাথ হীরালালকে নাটকে নিয়ে এসেছিলেন যেমন, পরে আবার তাড়িয়েও দেন। দুজনের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা ও বিদ্বেষের সম্পর্ক ছিল,” নিজের অভিনীত চরিত্র সম্পর্কে জানালেন অর্ণ। ‘হীরালাল’ ছবিটা আবেগের দিক দিয়ে তাঁর কাছে অনেকটাই আলাদা বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক
ছবির বিষয়বস্তু নিয়ে অর্ণ জানালেন, “বাংলার ঐতিহ্য জিনিসটা দিন-দিন হারিয়ে যেতে বসেছে। পুরোনো বাংলা ও বাঙালিয়ানার যে গন্ধ, আজ থেকে একশো বছর আগের সেই সব বিদগ্ধ মানুষের গল্প, সেই সময়টার ছোঁয়া পাওয়া যাবে এই ছবিতে। আর একটা অদ্ভুত কষ্টের গল্পও আছে। ব্রিটিশ শাসনে, অন্য প্রদেশের এক ব্যবসায়ীর হাতে পড়ে এক প্রতিভার উজ্জ্বল সম্ভাবনা কীভাবে এলোমেলো হয়ে যায়, এই ছবি থেকে সেটাও জানা যাবে।”
বাস্তবের মতোই ছবিতেও অর্ণ থিয়েটারের মানুষ। তবে থিয়েটারে এরকম চরিত্র তিনি আগে করেননি। “চরিত্রটা কত বড়, সেটার চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এমন একজন মানুষের ভূমিকায় অভিনয়ের সুযোগ পাওয়া,” বললেন অর্ণ।
৫ মার্চ মুক্তি পেতে চলেছে ‘হীরালাল’।