পুরোনো প্রথায় ফিরতে চেয়ে ইমনের নতুন গান
RBN Web Desk: পুজোর ঢাকে কাঠি পড়লেই এখনও যেন সবার শৈশবের দিনগুলো ফিরে আসে। আকাশে বাতাসে ছুটির মেজাজ ফিরিয়ে নিয়ে যায় সেই ছোটবেলায়, যখন পুজো মানেই ছিল শিউলির গন্ধ, মহালয়ার আগমনী গান আর ষষ্ঠীর সকালে নতুন জামা পরার আনন্দ।
পুজো এলে ছোটবেলার কথা ভেবে মন কেমন করে না, এমন বাঙালি বিরল। সেই শৈশবের দিনগুলোর কথা ভেবেই সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর নতুন গান ‘ও মা’ প্রকাশিত হলো সম্প্রতি। গানটির কথা লিখেছেন দেবর্ষি সরকার এবং সুর করেছেন শোভন গঙ্গোপাধ্যায়। সঙ্গীতায়োজনের দায়িত্বে ছিলেন অমিত চট্টোপাধ্যায় এবং গানের ভিডিওটি পরিচালনা করেছেন শুভজিৎ।
“মা দুর্গাকে ভেবেই এই গানটা করেছি আমি,” রেডিওবাংলানেট-কে জানালেন ইমন। “গানটার মধ্যে একটা কথা আছে ‘পুরোনো প্রথায় ফিরে আসা যায়’। এই গানের ভাবনাটাও তাই। আমাদের ছোটবেলায় আমরা যেভাবে পুজো দেখেছি, সেই ঢাকের তালে ধুনুচি নাচ, নতুন জামা পরে বড়দের প্রণাম করা, বন্দুকের ক্যাপ ফাটানো, এসব তো এখন খুব একটা খুঁজে পাওয়া যায় না। যতটা দেখানো হয় ততটা আন্তরিকভাবে এগুলোকে আমরা আর পাই না। মোবাইল আর কম্পিউটারের যুগে সেই সারল্যটা হারিয়ে গেছে। বাচ্চারাও এখন পুজোর আনন্দে ঘুরে বেড়ানোর থেকে বাড়িতে মোবাইল নিয়ে গেম খেলতে বেশি ভালোবাসে।”
আরও পড়ুন: পুজোয় রবীন্দ্র সদনে বাংলা ছবি, সিদ্ধান্ত কর্তৃপক্ষের
সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকেই গানের মধ্যে দিয়ে খুঁজতে চেয়েছেন ইমন। বাঙালির নস্ট্যালজিয়াকে এই গানে ফিরে পাওয়া যাবে বলে জানালেন তিনি। তাঁর মতে, গানের ভিডিওটা খুব সাধারণভাবে করা হলেও, গানের মধ্যে দিয়ে যে বার্তা দেওয়া হয়েছে তা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক।