বেনারস গেল টিম ময়ূরপঙ্খী
RBN Web Desk: গল্পে আসছে নতুন মোড়। তাই সেই সংক্রান্ত শ্যুটিং করতে গতকাল বেনারস গেল টিম ময়ূরপঙ্খী । কিছুদিন আগে এক বেসরকারী বিনোদমূলক চ্যানেলে শুরু হওয়া এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র তিসম ও সৌরদীপের ভূমিকায় অভিনয় করছেন যথাক্রমে সোহিনী গুহ রায় ও সৌম্য মুখোপাধ্যায়।
এই ধারাবাহিকের আগামী পর্বেই হয়ত তিসমকে দেখা যাবে বিধবার বেশে। বেনারসের পটভূমিতেই নতুন ট্যুইস্ট আসবে গল্পে।
নায়ক শহর কলকাতা
লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে ময়ূরপঙ্খী ধারাবাহিকটি পরিচালনার দায়িত্বে আছেন স্নেহাশিস জানা।
সোহিনী ও সৌম্য ছাড়াও এই ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, চন্দন সেন, লাবনী সরকার, ঋতা দত্ত চক্রবর্তী ও বিশ্বনাথ বসু। সোহিনী এর আগে অভিনয় করেছেন রেশম ঝাঁপি ধারাবাহিকে।