৭০০ পর্ব পেরোল ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’
RBN Web Desk: ৭০০ পর্ব পেরোল ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’। ২০১৭ সালের ১ মে এই ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়। সম্প্রতি এর প্রযোজনার দায়িত্ব নেয় নতুন সংস্থা। দুই মুখ্য চরিত্রে এসেছেন নতুন শিল্পীরাও। নিমাই ও বিষ্ণুপ্রিয়ার চরিত্রে এখন অভিনয় করছেন যথাক্রমে আর্য চন্দ্র ও শ্রীমা ভট্টাচার্য।
এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’র গল্প। নিমাই ও বিষ্ণুপ্রিয়ার বিয়ে হবে শীঘ্রই। এই দুটি চরিত্রে আগে অভিনয় করতেন শুভ রায়চৌধুরী ও অলকানন্দা গুহ। তাঁরা সরে দাঁড়ানোর পর ধারাবাহিকটিতে যোগ দেন আর্য ও শ্রীমা।
সংবাদমাধ্যমকে আর্য জানালেন, মাত্র এক মাস হল নিমাইয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে দর্শকদের ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। তাঁর অভিনীত চরিত্রটিকে তিনি সঠিকভাবে তুলে ধরতে পারছেন কি না, সেটাই আসল কথা, বললেন আর্য।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
আগামীদিনে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’র সাফল্য ধরে রাখার ব্যাপারে আশাবাদী শ্রীমাও।
পরবর্তী পর্বগুলিতে নিমাইয়ের শ্রীচৈতন্য হয়ে ওঠা, তাঁর ধর্ম আন্দোলন, সন্ন্যাস গ্রহণ, এবং সহধর্মিণী হিসাবে বিষ্ণুপ্রিয়ার যোগ্য দায়িত্ব পালন, সবই দেখানো হবে এই ধারাবাহিকে।