‘কৃষ্ণকলি’ সহ একাধিক ধারাবাহিকের শুটিং পন্থা বদল
RBN Web Desk: ‘কৃষ্ণকলি’ সহ একাধিক ধারাবাহিকের শুটিং পন্থা বদল হতে চলেছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে ১৬ মে থেকে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়। স্বভাবতই বন্ধ হয়ে যায় সব ধারাবাহিকের শুটিং। এখনও পর্যন্ত টেলিভিশনের পর্দায় তার প্রভাব পড়েনি। প্রতি সন্ধ্যায় সব ধারাবাহিকেরই নতুন পর্ব সম্প্রচারিত হচ্ছে।
তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কতদিন পর্যন্ত প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ নতুন পর্ব সম্প্রচার করতে পারবেন?
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
এই কথা মাথায় রেখেই চ্যানেলগুলি সিদ্ধান্ত নিয়েছে যে গোটা সপ্তাহের পরিবর্তে আপাতত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মোগাধারাবাহিকগুলি দেখানো হবে। যে সব ধারাবাহিকের এপিসোড ব্যাঙ্ক রয়েছে, সেগুলি এভাবেই আরও কিছুদিন চলবে।
তবে ‘কৃষ্ণকলি’, ‘জীবন সাথী’, ‘যমুনা ঢাকি’ সহ বেশ কয়েকটি ধারাবাহিকের এপিসোডের ভাঁড়ার শেষের দিকে। তাই এই সব ধারাবাহিকের শিল্পীদের বাড়ি থেকেই শুটিং করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। চিত্রনাট্যও আগে থেকেই তাঁদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিল্পীরা শুটিং করে পাঠালে সেই সব দৃশ্য সম্পাদনা করে জোড়া হবে।