সম্পর্ক, সম্পর্কের জটিলতা ও তার সামাধান সূত্র খোঁজার প্রয়াস
কলকাতা: জনপ্রিয় ক্রাইম থ্রিলার লেখক প্রতাপাদিত্য সিংহ, স্ত্রী রেশমকে নিয়ে বেড়াতে আসেন পাহাড়ে। উদ্দেশ্য নতুন বইয়ের ক্লাইম্যাক্স শেষ করা। এছাড়া আরও একটা উদ্দেশ্য হল এত বছরে গড়ে ওঠা দাম্পত্যের মধ্যেকার ফাটলটাকে মেরামত করা।
কিন্তু সেখানে গিয়ে রেশমের সঙ্গে দেখা হয়ে যায় রাহিলের। পাহাড়ের কোলে একটা পাব চালায় রাহিল। সেখানে সে গানও গায়। এভাবে হঠাৎ রাহিলের সঙ্গে দেখা হওয়ায় এই তিনজনের জীবনে নেমে আসে এক অযাচিত ত্রিভুজ জটিলতা। এক অজানা বাঁকে মোড় নেয় প্রতাপ, রেশম ও রাহিলের ত্রিকোণ সম্পর্ক। প্রতাপ কি পারবে তার অপরাধবোধ থেকে মুক্ত হতে? রেশম কি শান্তি পাবে অবশেষে? রাহিল কি তার জীবনের কোনও নতুন মানে খুঁজে পাবে?
এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই পরিচালক অরিন্দম বসু নিয়ে আসছেন তাঁর প্রথম ছবি ‘আরক্ত’।
হারানো লেত্তি, হারানো লাট্টু
সাংবাদিকতা থেকে পরিচালনার কাজে আসা অরিন্দম জানালেন, “তিনটি জীবনের জটিলতায় যে মিথ্যার জাল বোনা হয় ও গল্পের আড়ালে যে অন্য এক গল্প লুকিয়ে থাকে তাই নিয়েই এই ছবির কাহিনী আবর্তিত হয়েছে।”
ছবিতে রাহিলের ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী ও রেশমের চরিত্রে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ওরিন। রোহিত রায়কে দেখা যাবে প্রতাপাদিত্য সিংহরূপে। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মল্লিকা বন্দোপাধ্যায় ও দেবপ্রসাদ হালদার।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
অরিন্দম জানালেন, “এই ছবির গল্প আমি লিখেছিলাম প্রায় চার বছর আগে। কিন্তু সময়ের আগে কোনও কাজই হয় না, তাই এতদিনে ছবিটা হচ্ছে।”
ছবির সঙ্গীত হেঁসেল সামলেছেন স্যাভি, আবহ সঙ্গীত দিব্যেন্দু মুখোপাধ্যায়ের।
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ক্যানবন্দী করা হয়েছে আরক্ত। পরিচালক জানালেন, “ছবির ৯০ ভাগ শ্যুটিং শেষ। বাকি কাজ সম্পূর্ণ হবে আগামী কয়েকদিনের মধ্যেই।”