বন্ধ হল ‘সৌদামিনীর সংসার’ সহ পাঁচটি ধারাবাহিকের কাজ
RBN Web Desk: আবারও পারিশ্রমিক বকেয়া টেলিপাড়ায় আর তারই জেরে বন্ধ করে দেওয়া হল ‘সৌদামিনীর সংসার’ সহ পাঁচটি ধারাবাহিকের শ্যুটিং। এই ধারাবাহিকগুলিতে কর্মরত অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের অভিযোগ, আশ্বাস দেওয়া সত্বেও তাঁদের বকেয়া পারিশ্রমিক মেটানো হয়নি।
২৩ আগস্ট পারিশ্রমিক বকেয়া থাকার কারণে বন্ধ করে দেওয়া হয় ‘সৌদামিনীর সংসার’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘মনসা’ ও ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকের শ্যুটিং। আর্টিস্টস ফোরামে অভিযোগ জানায় এই ধারাবাহিকগুলির শিল্পীরা। সূত্রের খবর, আর্টিস্টস ফোরামের তরফ থেকে এই ধারাবাহিকগুলির প্রযোজনা সংস্থাকে বলা হয় ২৬ আগস্টের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে। শিল্পীদেরও অনুরোধ করা হয় কাজে ফিরতে।
আরও পড়ুন: আজানের সুর আর মঙ্গলারতির শঙ্খধ্বনি মেলালেন শিবু-নন্দিতা
গতকাল সকাল থেকে নিয়ম মতোই কাজে যোগ দেন শিল্পী ও কলাকুশলীরা। কিন্তু প্রযোজনা সংস্থা বকেয়া পারিশ্রমিক না মেটানোয় বিকেলের দিকে আর্টিস্টস ফোরাম শ্যুটিং বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে। পারিশ্রমিক বাবদ বেশ কয়েক কোটি টাকা বাকি, এমনটাই অভিযোগ করেছেন এই পাঁচটি ধারাবাহিকে কর্মরত শিল্পীরা।
সূত্রের খবর, শ্যুটিং বন্ধ হয়ে যাওয়া অন্যান্য ধারাবাহিকগুলির এপিসোড ব্যাঙ্ক থাকলেও, ‘দেবী চৌধুরানী’র তা একেবারেই নেই। শ্যুটিং এখনই শুরু না করলে এই ধারাবাহিকটির কোনও নতুন পর্ব সম্প্রচার করা সম্ভব হবে না।