চিত্রনাট্যের প্রয়োজন ছাড়া কোনও বদল নয়: সাগ্নিক
RBN Web Desk: সত্যজিৎ রায়ের গল্প ‘মাস্টার অংশুমান’ অবলম্বনে পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায় একই নামের ছবি তৈরি করতে চলেছেন এ কথা এতদিনে সবারই জানা। মূল কাহিনীর প্রেক্ষাপট রাজস্থানের আজমেরে হলেও ছবির গল্পকে এনে ফেলা হয়েছে দার্জিলিংয়ে। গল্পের সময়কালকেও এগিয়ে এনে বর্তমান সময়ে রাখা হয়েছে।
মূল গল্পটি ১২ বছরের ছেলে অংশুমানকে নিয়ে। একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে সে গোটা ইউনিটের সঙ্গে রাজস্থান পৌঁছয়। সেখানে মিঃ লোহিয়ার বাড়িতে শুটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুটিং চলাকালীন একদিন রাতে লোহিয়ার বাড়ি থেকে একটি নীলকান্তমনি চুরি যায়। এর মধ্যে শুটিংয়ে এসে পৌঁছয় বাঙালি স্টান্টম্যান কৃষ্ণণ। অংশুমানের তাকে ভারী ভাল লেগে যায়। এরপর নানা ঘটনার মাধ্যমে সেই নীলকান্তমনি ফিরে পাওয়া নিয়েই জমজমাট গল্প ‘মাস্টার অংশুমান’।
আরও পড়ুন: আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক
ছবি প্রসঙ্গে সাগ্নিক রেডিওবাংলানেট-কে জানালেন, “বর্তমান সময়ে গল্পটাকে নিয়ে আসার জন্য যেটুকু পাল্টানোর প্রয়োজন তার বেশি কিছু করা হবে না। চরিত্রদের শরীরী ভাষা পাল্টাবে না। ঘটনাগুলো একই থাকবে, হয়ত যেটা এক লাইনে বলা আছে সেটাকেই একটু বাড়ানো হবে। গল্পের মূল কাঠামোটা আমি পাল্টাইনি। চিত্রনাট্যের প্রয়োজনে কিছু বদল করতে হয়েছে। হয়ত ঘটনার সময়টা আগেপিছে করা হবে।”
গল্পে রয়েছে পুষ্করের বিখ্যাত পশু মেলার কথা। আজমেরের কিছু বিশেষ প্রেক্ষাপটও রয়েছে গল্পে। আছে প্রাচীন ভারতের রাজা রানী বা রাজার মহলের কথাও। ছবিতে সেগুলো কীভাবে আসবে?
সাগ্নিক জানালেন, “মেলাটা থাকবে না। গল্পে ক্লাইম্যাক্সে যে বিশেষ নালার ঘটনা রয়েছে তা অবশ্যই থাকবে। তবে যেহেতু গল্পটা বর্তমান সময়ে, তাই রাজা রানীর জায়গায় থাকবে একজন শিল্পপতি ও তাঁর স্ত্রীর গল্প।”
ছবির মধ্যেই রয়েছে সিনেমা তৈরির গল্প। অর্থাৎ ছবির মূল ঘটনা আবর্তিত হবে একটা সিনেমা বানানোকে কেন্দ্র করে। তবে সেটা তেমন কোনও চিন্তার ব্যাপার নয় বলেই জানালেন সাগ্নিক। “এই কারণেই তো এই গল্পটা নেওয়া। তবে শুটিং এর ঘটনা যতটুকু দরকার তার বেশি রাখা হবে না। বরং অনেক বেশি জোর দেওয়া হবে কৃষ্ণণ ও অংশুমানের সম্পর্কের ওপর। গল্পের মতো চুরির ঘটনা ও স্টান্টের ব্যাপারটা অবশ্যই থাকবে, কিন্তু সেটা এদের দুজনের বন্ধুত্বকে সামনে রেখেই। কারণ চুরিটা না হলে এদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠত না,” বললেন সাগ্নিক।
তবে আগামীদিনে ‘মাস্টার অংশুমান’-এর মতো ছোটদের জন্য ছবি আবারও করবেন কী না, সে ব্যাপারে এখনই কোনও চিন্তাভাবনা করছেন না সাগ্নিক।
মার্চে দার্জিলিংয়ে শুরু হবে শুটিং। কলকাতাতেও সামান্য কিছু কাজ হবে। ছবির চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক ও শ্রীপর্ণা মিত্র। সাগ্নিক ও শ্রীপর্ণার উদ্যোগে নির্মিত ‘মাস্টার অংশুমান’ মুক্তি পেতে পারে এই বছরের শেষে।