পুটুপিসির বিয়েতে কি নতুন কোনও ষড়যন্ত্র?
RBN Web Desk: মুখার্জী পরিবারে ফের খুশির হাওয়া। গুনগুন আর সৌজন্যের বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার তাদের প্রিয় পুটুপিসি ও সুকল্যানকাকুর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই নতুন কনের গায়ে হলুদ হয়ে গেছে । কিন্তু ঝুমকে ঘুঁটি সাজিয়ে কী এমন ঘটাবে দেবলীনা যাতে মুছে যাবে মুখার্জী পরিবারের মুখের হাসি?
এরই মধ্যে মজা, হাসি, খুনসুটির মাধ্যমে একটু-একটু করে কাছে আসতে চলেছে গুনগুন ও সৌজন্য। ওদিকে ছোটবেলার প্রেমকে ছেড়ে বিদেশ চলে যায় সুকল্যান। মনের দূরত্ব বাড়ার সঙ্গে-সঙ্গে বন্ধ হয়ে যায় যোগাযোগ। অন্যদিকে নিজের এক বন্ধুর মৃত্যুর পর তার স্ত্রী দেবলীনা ও কন্যা ঝুমকে নিজের দায়িত্বে রাখে সুকল্যান। সে খবর জানতে পেরে পুটুপিসি ওরফে মেঘমালা ও তার পরিবার সুকল্যানকে ভুল বোঝে। সুকল্যানও মেঘমালাকে সঠিক কথা জানানোর চেষ্টা করে না।
আরও পড়ুন: অপর্ণার নতুন ছবিতে কঙ্কনা, অর্জুন রামপাল
বছর পেরিয়ে যায়, জমতে থাকে অভিমানের পাহাড়। অবশেষে সৌজন্যের বিয়ের সময় দেশে ফেরে সুকল্যান, দেবলীনা ও ঝুম। ফের মুখোমুখি হয় মেঘমালা ও সুকল্যান। দেবলীনার মধ্যস্থতায় অবশেষে অভিমানের বরফ গলে কাছাকাছি আসে তারা। মেঘমালার পরিবারও তাই ফের তাদের বিয়ের আয়োজন করে। কিন্তু হঠাৎ করেই দেবলীনার কন্ঠে বেজে ওঠে অন্য সুর। তবে কি এবার দেবলীনার কোনও ষড়যন্ত্রে ফের আলাদা হবে দুই মন? পুটুপিসির বিয়ে নিয়ে সর্বাধিক উৎসাহিত গুনগুন কি সেটা হতে দেবে? নাকি গুনগুনের কারসাজিতে পণ্ড হবে দেবলীনার চাল? খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে ‘খড়কুটো’ ধারাবাহিকের এই বিশেষ পর্ব।
অন্যান্য ধারাবাহিকের ক্রমশ একঘেয়ে গল্পের মাঝে হঠাৎই উত্তুরে হাওয়া নিয়ে এসেছে ‘খড়কুটো’। বহু অনিয়মিত টেলিভিশন দর্শকও নিয়মিত দেখতে শুরু করেছেন এই পারিবারিক গল্প। গুনগুনের শিশুসুলভ আচরণ এ প্রজন্মের দর্শকেরও মন কেড়ে নেয়। তৃণা সাহা ও কৌশিক রায়ের জুটিটিও সকলের বেশ পছন্দ। পাশাপাশি দুলাল লাহিড়ী, অভিষেক চট্টোপাধ্যায়, রত্না ঘোষাল, চন্দন সেন, অনুশ্রী দাস, সোহিনী সেনগুপ্ত, অম্বরিশ ভট্টাচার্য, রাজন্যা দে, বাদশা মৈত্রের মতো অভিনেতাদের দেখতে পাওয়াও এই ধারাবাহিক ভালোলাগার অন্যতম কারণ।
বর্তমানে যেখানে যৌথ পরিবারের সংজ্ঞা হারিয়ে যাচ্ছে সেখানে ধারাবাহিকের মাধ্যমে এরকম হাসিখুশি, অশান্তি ঝগড়াবিহীন একটি পরিবার মানসিকতা ও সামাজিকতার পরিবর্তনের ভালো উদাহরণ।
প্রতিদিন সন্ধ্যা ৭.৩০টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় ‘খড়কুটো’।