খুনির মুখোমুখি লেখক, আসছে ‘বিষাক্ত মানুষ’
RBN Web Desk: শিল্পী মাত্রেই অন্য জগতের মানুষ। চিত্রকর, লেখক বা গায়ক যে কোনও ক্ষেত্রের শিল্পীই জন্যই এ কথা বলা যেতে পারে। একজন শিল্পীর চিন্তাভাবনা, তাঁর উচ্চাকাঙ্ক্ষা, স্বপ্ন এসব অনেক সময় সাধারণ মানুষের সঙ্গে মেলে না। তবু দিনের শেষে সমস্ত শিল্পীর মনোগত ইচ্ছা থাকে মানুষের স্বীকৃতি পাওয়ার। সেই আশায় এক একসময় নানা অসাধ্য কাজও সে করে বসে। এক লেখকের অদম্য ইচ্ছাশক্তি ও অসম্ভবকে সম্ভব করার গল্প নিয়ে আসছে পরিচালক সানি রায়ের ছবি ‘বিষাক্ত মানুষ’। অভিনয়ে থাকবেন শুভম, সৌরভ দাস, রূপসা চট্টোপাধ্যায়, সুমনা দাস, অনংশ বিশ্বাস, জিনা তরফদার, যুধাজিৎ সরকার, সুমিতা চট্টোপাধ্যায়, পলাশ হক ও বিমল গিরি।
ছবির কাহিনী অগ্নিভ ও তৌসিফকে নিয়ে। অগ্নিভ এক পরিশ্রমী উঠতি লেখক। কিন্তু তার শেষ তিনটি বই একেবারেই না চলায় সে হতাশার শেষ কিনারায় এসে দাঁড়ায়। অগ্নিভর জীবনের অন্ধকারময় অতীত যেন তার বর্তমানে ছায়া ফেলতে থাকে। এমনকি বান্ধবী রুক্মিণীও তার এই মানসিক অসহায়তাকে সামলে রাখতে ব্যর্থ হয়।
এই অবস্থায় একদিন অগ্নিভ তৌসিফের মুখোমুখি হয়। তৌসিফ এক নেক্রফিলিক সিরিয়াল কিলার। আর একসপ্তাহ পরেই তার ফাঁসি হবে। অগ্নিভর ইচ্ছে তৌসিফের জীবন নিয়ে তার আগামী কাহিনী লেখার। কিন্তু এক ফাঁসির আসামির জীবনকাহিনী জানা কি এতই সহজ? তৌসিফই কি অগ্নিভর জীবনে পরিবর্তন এনে দেবে? শেষ অবধি কী হয় তাই নিয়েই ‘বিষাক্ত মানুষ’।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবির কাহিনী লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শান্তনু মুখোপাধ্যায়। আর কিছুদিনের মধ্যেই ছবিটির শ্যুটিং শুরু হবে।