পৌষমেলা পরিচালনার দায়িত্ব ছেড়ে দিল বিশ্বভারতী
শান্তিনিকেতন: পৌষমেলা পরিচালনার দায়িত্ব থেকে হাত তুলে নিল বিশ্বভারতী। গতকাল শহরে বিশ্বভারতীর এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য, শিক্ষক, বিভিন্ন পদাধিকারী ও শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরা। আলোচনার শেষে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়।
বিশ্বভারতী কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “১৪২৬ সালের ৭-৯ পৌষ (ডিসেম্বর ২০১৯) শান্তিনিকেতনের পৌষ উৎসবের ঐতিহ্যপূর্ণ কৃত্যাদি (উপাসনা, পরলোকগত আশ্রমিকদের স্মরণ, মহর্ষি স্মারক বক্তৃতা, প্রতিষ্ঠা-বার্ষিকী পালন, সমাবর্তন, খ্রিস্টোৎসব ইত্যাদি) যথোচিত মর্যাদায় পালিত হবে। কিন্তু পৌষমেলা পরিচালনার দায়িত্ব এখন থেকে আর বিশ্বভারতীর পক্ষে নির্বাহ করা সম্ভব হবে না।”
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
বিশ্বভারতী জানিয়েছে যে দেশের পরিবেশ আদালত সহ সংশ্লিষ্ট সব মান্য প্রতিষ্ঠানের শর্তাবলী পূরণ করে বিপুল আয়তনের পৌষমেলা পরিচালনা করার মত উপযুক্ত পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ের নেই। তাই নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।