শেষ হতে চলেছে ভূমিকন্যা
RBN Web Desk: কম্বোডিয়ার আঙ্কোর ভাটে শ্যুটিং, বড় পর্দার একঝাঁক তারকা, সিনেম্যাটিক লুক, নাটকীয়তা, থ্রীল সবই ছিল। কিন্তু শুরু হওয়ার ছ’ মাসের মধ্যেই শেষ হতে চলেছে ভূমিকন্যা।
বাংলা ধারাবাহিকের শাশুড়ি-বৌমা-ননদের চেনা ছকের বাইরে গিয়ে রূপক সাহার তরিতা পুরাণ অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকটি ছিল বাঙালি টেলিভিশন দর্শকের স্বাদ বদলের একটি চেষ্টা। এমনটাই দাবী করেছিলেন পরিচালক অরিন্দম শীল।
‘স্যাটা বোস এখন আর শুধুমাত্র বাঙালির সম্পত্তি নয়, আমার তো নয়ই’
গত বছর ৩০ জুলাই প্রচারিত হয় প্রথম পর্ব। কিছু দর্শকের ধারাবাহিকটি ভালো লাগলেও কোনওদিনই টিআরপি তালিকায় আশানুরূপ ফল করতে পারেনি ভূমিকন্যা। যদিও অরিন্দম দাবী করেছিলেন ভূমিকন্যা একেবারেই টিআরপি নির্ভর ধারাবাহিক নয় এবং একটি নির্দিষ্ট পর্বেই শেষ হবে। কিন্তু ঘটনা হল, তার অনেক আগেই শেষ করে দেওয়া হচ্ছে সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, কৌশিক সেন, ও চিরঞ্জীৎ চক্রবর্তী অভিনীত ভূমিকন্যা।
প্রথমে রাত ন’টার স্লটে শুরু হলেও, টিআরপি’র অভাবে রাত সাড়ে দশটায় সরিয়ে দেওয়া হয় ধারাবাহিকটি।