টেলিভিশনে ফিরছেন লাবণী
RBN Web Desk: বাংলা টেলিভিশনে ফিরছেন লাবণী সরকার। তাঁর অভিনীত শেষ ধারাবাহিক ‘ফাগুন বউ’। এক সময় নিয়মিত টেলিভিশনে অভিনয় করলেও পরবর্তীকালে ছবিতেই মনোনিবেশ করেন তিনি। বড়পর্দায় কাজ করেছেন তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মতো পরিচালকদের সঙ্গে।
নতুন ধারাবাহিকের নাম ‘ফেলনা’। এই ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন লাবণী। এই ধারাবাহিকে লাবণী অভিনীত চরিত্রটির সঙ্গে পরিবারের বাকি সদস্যদের আদর্শগত সংঘাত ঘটে।
আরও পড়ুন: উৎসবে সৌমিত্র স্মরণ, প্রথম ছবি ‘অপুর সংসার’
‘ফেলনা’র শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লাবণী ছাড়াও এই ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রেশমি সেন ও সুমন্ত মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন দেবজ্যোতি রায়চৌধুরী।
লাবণী অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রয়েছে রাজের দুটি ছবি ‘ধর্মযুদ্ধ’ ও ‘হাবজি গাবজি’।