বন্ধ হলো ‘ক্ষীরের পুতুল’
RBN Web Desk: নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হলো ‘ক্ষীরের পুতুল’। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন সুমন দে, সুদীপ্তা রায় ও শ্রীতমা রায়চৌধুরী। তথাকথিত পারিবারিক নাটক, প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি হওয়া ধারাবাহিকের সংখ্যা কম নয়। সেখানে ছোটোদের জন্য সেভাবে ধারাবাহিক না থাকার দুঃখ কিছুটা হলেও মিটিয়েছিল ‘ক্ষীরের পুতুল’। কিন্তু নিম্নমুখী টিআরপির কারণেই সময়ের আগেই নটে গাছ মুড়োচ্ছে এই রূপকথার।
২৭ জুলাই থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের রূপকথা ‘ক্ষীরের পুতুল’ অবলম্বনে শুরু হয় একই নামের এই ধারাবাহিক। একটি বাংলা বেসরকারি টেলিভিশনের পর্দায় রাত আটটায় সম্প্রচারিত হতো রাজা স্যমন্তক ও তার দুই রানীর রাজ্যপাটের গল্প। সাধারণত পাঁচের ওপর টিআরপি রেটিং থাকলেও ‘ক্ষীরের পুতুল’-এর জন্য আরেকটু বেশি রেটিং আশা করেছিলেন প্রযোজক জয়দীপ মণ্ডল। সেটা না পাওয়ার জন্যই হয়তো বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। পাশাপাশি চ্যানেল কর্তৃপক্ষকে অর্থনৈতিক দিকটাও ভেবে দেখতে হয়েছে।
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
অবনীন্দ্রনাথের মূল গল্পটি যেহেতু আকারে ছোট, তাই ধারাবাহিকের স্বার্থে তার পরিধি বেশ কিছুটা বাড়ানো হয়েছিল। থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছিল বানরটিকে। এছাড়া ছিল বেশ কিছু উন্নতমানের ভিএফএক্সের কাজও। ধারাবাহিকের যুদ্ধ দৃশ্যগুলিকে সুনিপুণ করার জন্য রীতিমতো তলোয়ার চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন সুমন। এতকিছুর পর হঠাৎ করেই মাঝখানে গল্প থেমে যাওয়ায় ধারাবাহিকের সকলেই বিষণ্ণ।
‘ক্ষীরের পুতুল’-এর পরিবর্তে ওই স্লটে আজ থেকে শুরু হচ্ছে ‘অপরাজিতা অপু’।