দুর্গারূপী শ্রীতমা, থাকছে আগমনী গানও

RBN Web Desk: পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা লগ্নে মহালয়ার ভোর মানেই ঘুম চোখে আপামর বাঙালির রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ‘জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা’ বেজে ওঠার দিন। মহালয়ার সঙ্গে আগমনীর দিনের মিল থাকলেও সরাসরি কোনও যোগ নেই। কথিত আছে এই দিনেই নাকি পূর্বপুরুষেরা মর্ত্যের কাছাকাছি আসেন এবং প্রয়াত আত্মার উদ্দেশ্যে যে সমাবেশ হয় তাই মহালয়া। তাই মহালয়ার ভোর যেমন বিষাদের, তেমন আবার আনন্দেরও।

দেবীপক্ষের সূচনা কালে, রেডিও এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এখন সম্প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান। তাই প্রত্যেকবারের মতো এ বছরও আকাশ আট আয়োজন করেছে ‘মহিষাসুরমর্দিনী’। নামভূমিকায় রয়েছেন শ্রীতমা ভট্টাচার্য। স্তোত্র পাঠ করবেন সৃজন চট্টোপাধ্যায়। প্রত্যেক বছরই দর্শকের জন্য নতুন কিছু চমক নিয়ে আসে এই চ্যানেল। তাই এবছরও আগমনীর গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহা, গৌরব সরকার, সৌমেন নন্দী ও তৃষা পারুই।

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গীতে এবং সৌরভ চন্দের নৃত্য পরিচালনায় নতুন রূপে দেখা যাবে ‘মহিষাসুরমর্দিনী’।

পুজো মানে কাশফুল, পূজাবার্ষিকী, নতুন জামা আর পুজোর নতুন গান। কিন্তু এই ডিজিটাল যুগে পুজোর নতুন গানের রেকর্ড এখন আর হাতে আসে না। তাই সেই ধারা বজায় রাখতে আগমনীর পর পুরনো গানের ডালি সাজিয়ে বসবেন  হৈমন্তী শুক্লা, অভিজিৎ বসু, গৌতম ঘোষাল, ইমনরা। গোকুল চন্দ্র দাসের ঢাকের তালে তালেই শুরু হবে পুজো।




মহালয়ার এই বিশেষ অনুষ্ঠানে সঞ্চালনায় থাকবেন রিনি বিশ্বাস, দেব চৌধুরী, মুনমুন মুখোপাধ্যায় এবং মৌনীতা চট্টোপাধ্যায়।

পুরনো আমেজ নতুন রূপে ফিরিয়ে আনতে আকাশ আটের এই অভিনব উদ্যোগ দেখা যাবে ৬ অক্টোবর ভোর ৪.৪৫ মিনিট থেকে।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *