পরিবারকে চিঠি লিখে আত্মঘাতী অভিনেত্রী
RBN Web Desk: পরিবারকে চিঠি লিখে আত্মঘাতী হলেন কন্নড় অভিনেত্রী সৌজন্য। তিনি বেঙ্গালুরুর শহরতলিতে একটি আবাসনে থাকতেন। সেখানেই আজ ২৫ বছর বয়সী অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশকর্মীরা ঘরের দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে যে সৌজন্যের লেখা চার পাতার একটি সুইসাইড নোট তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। সেই চিঠিতে তিনি তাঁর বাবা, মা, ভাই এবং বন্ধুদের কথা উল্লেখ করেছেন। চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী। চিঠিতে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন। তবে একই সঙ্গে বেশ কয়েকজন মানুষের প্রতি তাঁর কৃতজ্ঞতাও জানিয়েছেন সৌজন্য।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
সৌজন্যের মৃত্যুতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ।
‘ফান’, ‘চৌকাট্টু’র মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন সৌজন্য। বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিক ও বিজ্ঞাপনী ছবিতেও কাজ করেছেন তিনি।