কবে শেষ শুটিং? জানাল প্রযোজনা সংস্থা
RBN Web Desk: প্রায় পাঁচ বছর চলার পর শেষ হতে চলেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। আজকাল যেখানে এক বছরের মধ্যেই বহু ধারাবাহিকের ঝাঁপ বন্ধ হয়ে যায়, সেখানে এতটা সময় ধরে জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখা কৃতিত্বের দাবি রাখে বৈকি। ধারাবাহিকে রাসমণি মারা যাওয়ার পরও অনেক মাস সমান জনপ্রিয়তা ধরে রেখেছিল। তবু সবকিছুই একটা সময় শেষ হতে হয়। ব্যতিক্রম নয় ‘করুণাময়ী রাণী রাসমণি’ও।
এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করতেন দিতিপ্রিয়া রায়। বর্তমানে ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র মা সারদার ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ্তা সেন। ‘করুণাময়ী রাণী রাসমণি’ হঠাৎ শেষ হয়ে যাচ্ছে এমন নয়, জানালেন তিনি। সন্দীপ্তা যখন এই সারদার চরিত্রে অভিনয় করা শুরু করেন, তখনই বলা হয়েছিল যে ডিসেম্বর নাগাদ ধারাবাহিকটি শেষ হয়ে যাবে। ছয় মাস কাজ করবেন ভেবেই শুরু করেছিলেন তিনি। তবে তা আরও কয়েক মাস বেশি চলল।
আরও পড়ুন: ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক?
এই ধারাবাহিকে রামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহা। তিনি অবশ্য মনে করেন ধারাবাহিকটি শেষ করার এটি উপযুক্ত সময় নয়। তবু চ্যানেল ও প্রযোজনা সংস্থা যে সিদ্ধান্ত নিয়েছে তা মানতেই হবে, বললেন তিনি।
প্রযোজনা সংস্থা সূত্রের খবর, ১১-১২ তারিখ নাগাদ ‘করুণাময়ী রাণী রাসমণি’র শেষ পর্বের শুটিং হবে।