বিশ্বে এটাই প্রথম লকডাউন নিয়ে ছবি, বললেন মধুর

কলকাতা: বিশ্বে এটাই প্রথম লকডাউন নিয়ে ছবি। ‘ইন্ডিয়া লকডাউন’ নিয়ে এমনই দাবি করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মধুর ভন্ডারকর। দুবছর আগে, ২০২০ সালের মার্চ মাসে হঠাৎ করে ভারতে লকডাউন ঘোষণা হওয়ার পর আতঙ্কে এবং দুশ্চিন্তায় সাধারণ মানুষের দুরবস্থা, পরিযায়ী শ্রমিক এবং যৌনকর্মীদের মতো দিনপ্রতি আয়ের পেশার লোকজনের কাহিনী উঠে আসবে মধুর পরিচালিত এই ছবিতে। অভিনয়ে রয়েছেন প্রতীক বব্বর, সাই তমহনকর, প্রকাশ বেলাওয়াডি, অহনা কামরা ও শ্বেতা বসু প্রসাদ। আজ শহরে ছবির প্রিমিয়র উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মধুর। 

কলকাতায় ছবির প্রিমিয়র প্রসঙ্গে মধুর রেডিওবাংলানেট-কে বললেন, “এই শহরের সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। বহুদিন ধরে আসছি। এখানে আমার অনেক বন্ধুও আছে। এখানকার মানুষ আমার ছবি দেখতে ভালোবাসেন। কলকাতা ছাড়া গোয়া ও দিল্লিতেও আমরা স্পেশাল প্রিমিয়র করেছি। সকলের কাছে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি।” 

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

এমন একটা বিষয় নিয়ে এই ছবি, তাই যে কোনও মানুষই ‘ইন্ডিয়া লকডাউন’-এর সঙ্গে নিজেকে মেলাতে পারবেন বলে মনে করেন মধুর। “পৃথিবীতে এমন কোনও মানুষ নেই যার ওপর লকডাউন কোনও ছাপ ফেলেনি। সারা পৃথিবীজুড়ে লকডাউন মানুষের জীবনে—বিশেষ করে যারা নিম্নবিত্ত তাদের ওপর—পরিবর্তন নিয়ে এসেছিল। তাই বিশ্বের যে প্রান্তেই দর্শক সাবটাইটেল দিয়ে এই ছবি দেখবে, সে এর সঙ্গে নিজেকে মেলাতে পারবে,” জানালেন তিনি। 

বহুদিন ধরে ছবি করছেন মধুর। সেই অর্থে মুম্বইয়ের সফল পরিচালকদের মধ্যে তিনি অন্যতম। তা সত্বেও এই ছবির কাস্টিংয়ে তেমন কোনও চমক নেই কেন? 



“আমি ছবি করি গল্পের জন্য,” বললেন মধুর। “আমার ছবি বরাবরই বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে হয়। যেমন আপনাদের মতো সাংবাদিকদের গল্প নিয়ে আমি ‘পেজ থ্রি’ করেছিলাম। যে কোনও ছবির ক্ষেত্রেই চরিত্র অনুযায়ী যাকে মানাবে বলে মনে করি, তাকেই নিই। তাছাড়া বলিউডে আমার কোনও বন্ধু নেই। আমি মনে করি যারা আমার ছবি দেখতে আসেন, লাইন দিয়ে টিকিট কাটেন, তারাই আমার শুভাকাঙ্ক্ষী। ছবিটা আমি তাদের জন্যই করি।”

লকডাউনের স্মৃতি সকলের কাছেই দুঃস্বপ্নের মতো। সেই কাহিনী পর্দায় দেখতে কেমন লাগবে? উত্তরে মধুর জানালেন, “সেই সময়টা সকলের জন্যই কঠিন ছিল ঠিকই, তবে আমার ছবি শেষ হবে আশার আলো দেখিয়ে।”

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

এ বছর পরপর পরিচালনা ও প্রযোজনা মিলিয়ে অনেকগুলো কাজ করলেন মধুর। এরপরের পরিকল্পনা কী? 

“এই বছরটা আমার খুব ভালো গেছে। ‘অভিযাত্রিক’ প্রযোজনা করে জাতীয় পুরষ্কার পেয়েছি। ‘বাবলি বাউন্সার’ মানুষের ভালো লেগেছে আর এবার ‘ইন্ডিয়া লকডাউন’ মুক্তি পেতে চলেছে। এর পর একটু ছুটি নিতে চাই। আশা করি বছরের শেষটুকু ভালো অভিজ্ঞতার মধ্যে দিয়েই যাবে। আগামী বছর নতুন কাজ নিয়ে ভাবব,” বললেন পরিচালক।

২ ডিসেম্বর জ়ি ফাইভে মুক্তি পাবে ‘ইন্ডিয়া লকডাউন’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *