থ্রিলারে মূল চরিত্রে কিয়ারা
RBN Web Desk: একটি থ্রিলার ছবির মূল চরিত্রে অভিনয় করতে চলেছেন কিয়ারা আডবাণী। এই বছর কিয়ারা অভিনীত ‘যুগ যুগ জিও’ ও ‘ভুলভুলাইয়া ২’ মুক্তি পেয়েছে। প্রথমটি তেমন জনপ্রিয় না হলেও ‘ভুলভুলাইয়া ২’ ভালো ব্যবসা করেছে। ভিকি কৌশল ও ভূমি পেডনেকরের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘গোবিন্দা নাম মেরা’ মুক্তির অপেক্ষায়। ছবিতে এক নর্তকীর চরিত্রে দেখা যাবে তাঁকে।
এদিকে শোনা যাচ্ছে থ্রিলার ছবিটি পরিচালনা করবেন ‘কার্তিক কলিং কার্তিক’ খ্যাত পরিচালক বিজয় লালওয়ানি। ছবির নাম ‘ল্যাম্ব’।
আরও পড়ুন: মোদ্দা কথা হচ্ছে যেটা বিয়েবাড়ি জমজমাট
‘ল্যাম্ব’-এর আগে দুটি ছবিতে একক মূল চরিত্রে কাজ করেন কিয়ারা। ‘গিল্টি’ ও ‘ইন্দু কি জওয়ানি’ নামের দুটি ছবি ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে।