শুটিং শেষ করলেন রামকমল ও টিম ‘বিনোদিনী’
RBN Web Desk: ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’ ছবির শুটিং শেষ করলেন রামকমল মুখোপাধ্যায়। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন রুক্ষিণী মৈত্র। বাংলা পেশাদার নাটকের আদিপুরুষ, নাট্যকার ও পরিচালক গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় রয়েছেন রাহুল বসু, ওম সাহানি ও মীর আফসর আলি।
দিন দশেক আগে ভাইরাল জ্বরে আক্রান্ত হন রুক্মিণী মৈত্র সহ ছবির বেশ কয়েকজন কলাকুশলী। স্থগিত হয়ে যায় শুটিং। তবে কিছুদিনের মধ্যেই ফ্লোরে ফেরেন সবাই। তারপর একটানা কাজ করে শেষ হয় শুটিং।
আরও পড়ুন: অতনুর ছবিতে খিটখিটে, হতাশাগ্রস্ত ‘বাল্মীকি’ প্রসেনজিৎ
১৮৭২ সালে প্রথম পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা করেন গিরিশ ঘোষ। ১৮৮৪ সালে নটী বিনোদিনীকে নিয়ে তিনি ‘চৈতন্যলীলা’ নাটকটি মঞ্চস্থ করেন, যা প্রবল জনপ্রিয় হয়। বিনোদিনী এই নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। রামকৃষ্ণ পরমহংস এই নাটক দেখে বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন বলে শোনা যায়।