টেলিভিশনেই থিয়েটার, দজ্জাল শাশুড়ির ভূমিকায় বিদীপ্তা
RBN Web Desk: স্বাধীনচেতা শ্রীমতী পাকরাশি মনে করেন নারী স্বাধীনতার পাশাপাশি প্রতিটি স্ত্রীর উচিৎ তার স্বামীকে শাসনে রাখা। তবে তার মেয়ে মিনি একদমই আলাদা ধাঁচের। স্বামী পুষ্পবরণ রায়ের প্রেমে অন্ধ মিনি কোনওদিনই তার মায়ের দেখানো পথ অনুসরণ করে না। এরই মধ্যে একদিন মেয়ে-জামাইয়ের বাড়িতে উপস্থিত হন শ্রীমতী পাকরাশি। সেখান থেকেই শুরু হয় গল্পের গেরো ।
স্বর্ণযুগের জনপ্রিয় কয়েকটি থিয়েটার সিনেম্যাটিক ফরম্যাটে সম্প্রচারিত হচ্ছে টেলিভিশনের পর্দায়। এ যেন সিনেমা ও থিয়েটারের যুগলবন্দী। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় চারটি মঞ্চসফল নাটক নিয়ে শুরু হয়েছে এই সিরিজ়। প্রথম উপস্থাপনা ‘অ্যান্টনি কবিয়াল’-এর পর এবারে আসছে ‘ব্যাপিকা বিদায়’।
আরও পড়ুন: ফেলুদা সিরিজ়ে পরবর্তী ছবির গল্প বাছলেন সন্দীপ
কমেডির মলাটে এক অসামান্য গল্প ‘ব্যাপিকা বিদায়’। কেন্দ্রীয় চরিত্র শ্রীমতী পাকরাশির ভূমিকায় দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তীকে। অন্যান্য চরিত্রে থাকবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, নবনীতা দত্ত ও অনন্যা সেনগুপ্ত। অমৃতলাল বসুর লেখা ‘ব্যাপিকা বিদায়’ প্রথম মঞ্চস্থ হয় ১৯২৬ সালের ৯ জুলাই। এরপর এই একই নাটক অবলম্বনে তৈরি হয়েছে একটি বাংলা ছবিও।
২২ নভেম্বর, দুপুর ২টোয় জলসা মুভিজ়ের পর্দায় দেখা যাবে ‘ব্যাপিকা বিদায়’।