দুই টেলিভিশন চ্যানেলে এবার গোয়েন্দার লড়াই
RBN Web Desk: বাংলার অন্যতম জনপ্রিয় দুই টেলিভিশন চ্যানেলের মধ্যে শুরু হয়েছে গোয়েন্দার লড়াই। কোন গোয়েন্দা কার হাতে? একদিকে ষষ্টীপদ চট্টোপাধ্যায়ের ‘পাণ্ডব গোয়েন্দা’ অন্যদিকে সুচিত্রা ভট্টাচার্যের ‘মিতিন মাসি’। সাহিত্যনির্ভর চরিত্র অবলম্বনে ধারাবাহিক বানাতে গেলে প্রথমেই দরকার স্বত্ব। শোনা যাচ্ছে যে এক প্রযোজকের কাছে গত সাত বছর ধরে ‘পান্ডব গোয়েন্দা’র টেলিভিশন স্বত্ব রয়েছে। সেটা জানতে পারার পর এক বেসরকারী বিনোদনমূলক চ্যানেল সেই প্রযোজকের কাছে ধারাবাহিকটি তৈরি করার ইচ্ছা প্রকাশ করে। কোনও কারণে সেই কাজ এগোয়েনি। টালিগঞ্জ স্টুডিওপাড়া সূত্রের খবর, লকডাউনের পরবর্তী শুটিং শুরু হওয়ার পর অন্য একটি বেসরকারী বিনোদনমূলক চ্যানেল ‘পান্ডব গোয়েন্দা’ বানানোর উদ্যোগ নিচ্ছে। স্বত্ব এখন এই চ্যানেলের হাতে। যদিও এ বিষয় নিয়ে এখনই কিছু জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।
অন্যদিকে বড়পর্দার জন্য ‘মিতিন মাসি’র স্বত্ব কিনেছেন এক প্রযোজক-পরিচালক জুটি। তাই ‘পাণ্ডব গোয়েন্দা’র আগমনের তোড়জোড় দেখে ‘মিতিন মাসি’কেও টেলিভিশনে ধারাবাহিক হিসেবে উপস্থিত করার কথা ভাবছেন তাঁরা।
আরও পড়ুন: অস্কার লাইব্রেরিতে সংরক্ষণ বাঙালি পরিচালকের মালায়ালম ছবির চিত্রনাট্য
গোয়েন্দা গল্প সব বাঙালিরই প্রিয়। ফেলুদা, ব্যোমকেশের পাশাপাশি বড়পর্দায় জায়গা করে নিয়েছে মিতিন মাসিও। সাহিত্যনির্ভর গোয়েন্দাদের ভিড়ে নিজের জায়গা পাকা করে ফেলেছে মৌলিক গোয়েন্দাচরিত্র সুবর্ণ সেন ওরফে সোনাদা। লকডাউনে টেলিভিশনের পর্দায় ‘গোয়েন্দা গিন্নি’র পুনঃসম্প্রচার ফের প্রমাণ দিয়েছে থ্রিলার সিরিজ়ের জনপ্রিয়তা। তাই একদিকে বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু এবং অন্যদিকে মিতিন মাসির এই লড়াইয়ে আখেরে লাভবান হবেন দর্শক। তবে রোম্যান্স ছাড়া ধারাবাহিক যেন অনেকটা নুন ছাড়া রান্না। শোনা যাচ্ছে, সেই কথাও মাথায় রেখেছেন চ্যানেল কর্তৃপক্ষ। সেইমতো চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়েছে।