১৩ লক্ষ পেরোল অরুণা আর্যর ‘লাজ়মি’
RBN Web Desk: গত দু’বছর ধরে মানুষে-মানুষে ভেদ না হোক, দূরত্ব রাখা জরুরি হয়ে পড়েছে। তবু এই সময়েই মানুষ হাতে-হাত মিলিয়েছে সোশ্যাল মিডিয়ার জগতে। এক বিশাল বড় জনতার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার এ যেন এক অভাবনীয় সুযোগ। তারই প্রমাণ পেলেন অরুণা আর্য গুপ্ত। ইউটিউবে তাঁর এক ইংরেজি কবিতার অনুবাদ ‘লাজ়মি’র মিউজ়িক ভিডিয়ো ১৩ লক্ষ হিট সংখ্যা পেরোল। সোশ্যাল মিডিয়াতেই জাতীয় পুরষ্কারজয়ী ময়ূখ ভৌমিকের সঙ্গে অরুণার আলাপ হয়েছিল। তারপরেই তৈরি হয় ‘লাজমি’। গানটি গেয়েছেন কিঞ্জল মুখোপাধ্যায়।
“আমি যখন মূল কবিতা ‘সুইটহার্ট’ ময়ূখকে আবৃত্তি করে শোনাই, তখনই ওর খুব ভালো লাগে। প্রায় সঙ্গে সঙ্গেই ও তাতে সুর বসিয়ে দেয়। তারপর কবিতাটা অনুবাদ করে তৈরি হল ‘লাজ়মি’,” জানালেন অরুণা।
আরও পড়ুন: অস্কারে মনোনীত নবাগত বাঙালি পরিচালকের ছবি
কলকাতার কাছেই এক উপকূলে, সন্দীপ ঘোষালের পরিচালনায় শুট হয়েছে ‘লাজ়মি’র মিউজ়িক ভিডিয়ো। অরুণার ছাড়াও ভিডিয়োটিতে রয়েছেন সুমিত ভরদ্বাজ।
একজন প্রেমিক তার প্রেমিকাকে মনের কথা জানাচ্ছে, এই হলো গানের বিষয়বস্তু। ফেব্রুয়ারি মানেই প্রেমের মরশুম। তাই এই মিউজ়িক ভিডিয়ো একেবারে সময়োপযোগী বলেই মনে করছে টিম ‘লাজমি’।