বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা প্রয়াত

কলকাতা: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কোভিড-পরবর্তী নানা সমস্যায় ক্রমশ কাবু হয়ে পড়তে থাকেন তিনি। একে-একে অঙ্গ বিকল হতে থাকে । চিকিৎসার জন্য ভর্তি হন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। সেখানেই আজ বেলা সোয়া তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ অভিনয় জীবনে প্রায় সব প্রথম সারির পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন ভীষ্ম। তালিকায় ছিলেন সত্যজিৎ রায়, তপন সিংহের মতো পরিচালকও। তপন সিংহের ‘হারমোনিয়াম’, ‘আতঙ্ক’, ‘বৈদুর্য্য রহস্য’, ‘বাঞ্ছারামের বাগান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছিলেন সত্যজিতের ‘শাখা প্রশাখা’, ‘গণশত্রু’ ছবিতেও। অভিনয় করেছেন সন্দীপ রায়ের ‘ফটিকচাঁদ’ ও ‘গুপী বাঘা ফিরে এলো’ ছবিতে।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

‘আতঙ্ক’ ছবিতে সুমন্ত মুখোপাধ্যায়ের ডান হাত হিসেবে দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে বাংলার সাংস্কৃতিক জগতে নেমে এসেছে শোকের ছায়া।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *