সৃজিতের ‘পদাতিক’-এ মনামী?
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করতে চলেছেন মনামী ঘোষ। ‘পদাতিক’ নামের এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শোনা যাচ্ছে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামীকে।
মনামীর চেহারার জন্যই নাকি তাঁকে এই চরিত্র অভিনয় করার প্রস্তাব দিয়েছেন সৃজিত। অভিনেত্রী নিজের মতো করে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। মৃণাল সেনের জন্মদিনে নেওয়া তাঁর এক সাক্ষাৎকারের অংশ মনামীকে দেখিয়েছেন সৃজিত। সেই সাক্ষাৎকারে গীতা সেনের বক্তব্যও ছিল।
আরও পড়ুন: গল্প বলার নিজস্ব ভাষার পাশাপাশি সাহসের পক্ষে মত প্রসূন, অনির্বাণদের
মৃণাল সেনের খণ্ডহর, আকালের সন্ধানে, কলকাতা ৭১ ও মহাপৃথিবীর মতো ছবিতে কাজ করেছিলেন গীতা। ঋত্বিক ঘটকের ‘নাগরিক’ ও শ্যাম বেনেগলের ‘আরোহণ’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। মৃণাল ও গীতা দুজনেই এককালে সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন।
ছবি: গার্গী মজুমদার