চেনা ছন্দে টেলিপাড়া, নতুন ধারাবাহিকের শুটিং শুরু শীঘ্রই
RBN Web Desk: টেলিপাড়া ফিরছে পুরোনো ছন্দে। শুরু হয়েছে কাজ। ১৭ মার্চ থেকে করোনা ভাইরাসের দাপটে বন্ধ ছিল সমস্ত ছবি ও ধারাবাহিকের কাজ। কিন্তু এভাবে কতদিন? সবার মনেই ছিল প্ৰশ্ন। অবশেষে জট কাটল। দীর্ঘদিন আলাপ-আলোচনার পর সমস্ত নিয়ম মেনে ১১ জুন থেকে শুরু হয়েছে শুটিং।
তবে বদল এসেছে অনেক কিছুতেই। একসঙ্গে আড্ডা দেওয়া, চায়ের ভাঁড়ে চুমুক নেই। স্টুডিও চত্বরে প্রত্যেকের মুখে মাস্ক, হাতে গ্লাভস। পিপিই পোশাক ও ফেস শিল্ড পরে মেকআপ করানো হচ্ছে শিল্পীদের। ব্যস্ত টলিপাড়া যেন ভয়ে ত্রস্ত। অবলীলায় হাতে ফোন নিয়ে ঘুরে বেড়ানো এখন বন্ধ। চরিত্র অনুযায়ী পোশাকের পাশাপাশি মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজ়ার এখন নিত্যদিনের সঙ্গী।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
নতুন পর্ব নিয়ে আসছে প্রায় সবকটি চ্যানেল। ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘শ্রীময়ী’, ‘কৃষ্ণকলি’, ‘আলোছায়া’, ‘ফিরকি’র মতো ধারাবাহিকে নতুন পর্বের শুটিং চলেছে। পাশাপাশি একাধিক নতুন ধারাবাহিকের কাজও শুরু হওয়ার মুখে। এর মধ্যে অন্যতম হলো অবনীন্দ্রনাথের ঠাকুরের কাহিনী অবলম্বনে ‘ক্ষীরের পুতুল’। খুব সম্ভবত এই প্রথম অবনীন্দ্রনাথের সাহিত্য অবলম্বনে তৈরী হতে চলেছে কোনও ধারাবাহিক।