সত্যজিতের ‘বহুরূপী’ কে কে মেনন
কলকাতা: আগেই জানা গিয়েছিল সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে তৈরি ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন কে কে মেনন । সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজ়ে থাকছে সত্যজিতের ১২টি ছোটগল্প। সম্প্রতি সত্যজিতের পুত্র, পরিচালক সন্দীপ রায়ের কাছ থেকে এই ছোটগল্পগুলো নিয়ে ওয়েব সিরিজ় করার সত্ত্ব কেনেন সৃজিত।
কিন্তু কোন চরিত্রে অভিনয় করছেন কে কে মেনন?
গতকাল শহরে এক অনুষ্ঠানে রেডিওবাংলানেট-কে সৃজিত জানালেন, “সত্যজিতের ‘বহুরূপী’ গল্পের নামভূমিকায় দেখা যাবে কে কে মেননকে। এই সিরিজ়ে আপাতত একটি গল্পেরই শ্যুটিং শেষ হয়েছ।”
দোলের দিন আর নয় বসন্ত উৎসব, সিদ্ধান্ত বিশ্বভারতীর
‘বহুরূপী’র গল্প শখের মেকআপ শিল্পী নিকুঞ্জ সাহাকে নিয়ে। নিকুঞ্জ সেই শখের বশে নানান রূপে ছদ্মবেশ ধারণ করে চেনা লোকেদের বোকা বানিয়ে মজা পান। এই শখ একটা সময় জেদে পরিণত হয়। কিন্তু সেই শখে বাধ সাধেন তারাপিঠের কালিকানন্দ স্বামী। তিনি যে খাঁটি সাধু তা বুঝতে পারেননি নিকুঞ্জ। ফলে ধরা পড়ে যান।
কালিকানন্দের ধমক খেয়ে কিছুদিন শান্ত হয়ে থাকলেও শখ বড় বিষম বস্তু। আবারও নতুন করে ছদ্মবেশ ধারণ করতে থাকেন নিকুঞ্জ। এবার এক গুন্ডার ছদ্মবেশে পাড়ায় বেরোতেই অন্যরকম বিপত্তি ঘটে। এই আকস্মিক বিপদের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না নিকুঞ্জ। শেষে সাধুবাবার দৈববাণীই ফলে যায়।
এই নিকুঞ্জর ভূমিকাতেই অভিনয় করছেন কে কে মেনন।