মেগাধারাবাহিক অভিনয় শেখায়: লীনা গঙ্গোপাধ্যায়

RBN Web Desk: মেগাধারাবাহিকে কাজ না করলে অভিনয়টা শেখা যায় না, এমনটাই বললেন বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম সফল চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় । সম্প্রতি কলকাতায় এক বেসরকরী চ্যানেলের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইষ্টিকুটুম, কেয়া পাতার নৌকো, এই ছেলেটা ভেলভেলেটা, ইচ্ছেনদী, এরকম বহু জনপ্রিয় ধারাবাহিক বেরিয়েছে লীনার কলম থেকে। তাঁর রচিত ধারাবাহিকে অভিনয় করে প্রতিষ্ঠিত তারকাও হয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রী। সম্প্রতি শুরু হওয়া ধারাবাহিক ময়ূরপঙ্খীও তাঁরই লেখা।

মহানগরের প্রথম সবকিছু নিয়ে আসছে কলি-কথা

তবে তারকা হয়ে ওঠার পরে অনেকে বদলে যায়, এমন কথাও বললেন তিনি। লীনার দাবী, বহু নতুন অভিনেতা-অভিনেত্রীকে তিনি দেখেছেন, ছয় মাস যেতে না যেতেই যাঁদের আচরণে অনেক পরিবর্তন এসে গেছে।

জীবন, সম্পর্ক, প্রেম আর বিরহ, বাংলা টেলিভিশনের দর্শক এসব দেখতেই বেশি পছন্দ করেন, দাবী লীনার। তাই তাঁর বেশিরভাগ ধারাবাহিকই এই চারটি উপাদান কেন্দ্র করে লেখেন তিনি, জানালেন লীনা।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *