সম্পর্ক নিয়ে জল্পনায় ইতি টানলেন সুবান-তিয়াসা
RBN Web Desk: গতবছরই সাতপাকে বাঁধা পড়েছিলেন সুবান ও তিয়াসা রায়। বিয়ের পরেই ছোট পর্দায় কৃষ্ণকলি ধারাবাহিকে নাম ভূমিকায় আত্মপ্রকাশ করেন তিয়সা। গত পাঁচ মাস ধরে জনপ্রিয়তার শিখরে রয়েছে এই ধারাবাহিকটি। সুবানও টেলিভিশনের প্রতিষ্ঠত অভিনেতা।
তবে বেশ কিছুদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে দুজনের মধ্যে সম্পর্ক আর ভালো নেই। এমন কি বিবাহ বিচ্ছেদও হতে পারে, এমনও শোনা যাচ্ছিল ইন্ডাস্ট্রির একাংশে।
ভালবাসার সন্ধানে, শেষ পর্যন্ত
কিন্তু সে সব জল্পনা উড়িয়ে দিয়ে সুবান-তিয়াসা জানিয়ে দিলেন, কোনও সমস্যাই নেই তাঁদের মধ্যে এবং সুখেই আছেন দুজনে।
সুবান সংবাদমাধ্যমকে জানালেন, শীঘ্রই একটি নতুন প্রজেক্টে কাজ শুরু করতে চলেছেন তিনি। সেই জন্য তাঁর লুক বদলানোর দরকার হয়ে পড়েছিল। আর তাই আপাতত তাঁর কোনও ছবি প্রকাশিত হচ্ছে না। যে সব মহলে তাঁর এবং তিয়াসার সম্পর্কে অবনতি নিয়ে কথা হচ্ছে, তাঁদেরও নিজেদের কাজে মন দেওয়ার উপদেশ দিলেন তিনি। তিয়াসাকে নিয়ে তিনি তাঁর বাবা-মা’র সঙ্গে সুখে আছেন, এমনটাই দাবী করলেন সুবান।
আবার বছর সাতেক পর, আসছে চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম
তিয়াসা জানালেন, বিয়ের পরেই টেলিভিশনে অভিনয় শুরু করেছেন তিনি। সুবানের সম্পূর্ণ সমর্থন না থাকলে তা সম্ভব হত না। দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় নিজেদের সময় দিতে পারেননি। কিন্তু তার মানে এই নয় যে তাঁদের মধ্যে কোনও ঝামেলা হয়েছে, সাফ জানালেন তিয়াসা।