দৃষ্টিহীন বন্দুকবাজ হয়ে বাংলা টেলিভিশনে ফিরছেন বিনীতা

RBN Web Desk: তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘মেমবউ’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে ক্যারল ব্রাউনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। হিন্দি ধারাবাহিক ‘এক হাজারো মে মেরি বেহনা হ্যায়’ কাজ করার সময় হঠাৎ করেই সুযোগ চলে আসে ‘মেমবউ’-এর নাম ভূমিকায় অভিনয় করার। তারপরই মুম্বই থেকে কলকাতা পাড়ি দেন বিনীতা চট্টোপাধ্যায়।

‘মেমবউ’-এর পর আবারও বাংলা টেলিভিশনে দেখা যাবে বিনীতাকে। একটি জনপ্রিয় বেসরকারী চ্যানেলে প্রচারিত ‘সেকশন ৩০২’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। বিভিন্ন ছোটগল্পকে সিরিজ়ের মাধ্যমে দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। সেরকমই একটি গল্প ‘দৃষ্টিহীন’-এ এক দৃষ্টিহীন বন্দুকবাজের চরিত্রে দেখা যাবে বিনীতাকে। ধারাবাহিকটি পরিচালনা করছেন অনির্বান চক্রবর্তী। এর আগে পূর্ণদৈর্ঘ্যের ‘যাঃ কলা’ ছবিটি পরিচালনা করেছিলেন অনির্বান।

আরও পড়ুন: ‘বড় চরিত্রে অভিনয় করার মতো সময় দিতে পারতাম না’

‘দৃষ্টিহীন’-এ বিনীতার বিপরীতে অভিনয় করছেন ঈশান মজুমদার। “‘দৃষ্টিহীন’-এ আমাকে অনেকগুলো অ্যাকশন দৃশ্যের জন্য শ্যুটিং করতে হয়েছে,” রেডিওবাংলানেট-কে জানালেন বিনীতা। “প্রচুর পরিশ্রম করেছি এই চরিত্রটার জন্য। এর গল্পটা অনেকটা ডোগ লাইম্যান পরিচালিত ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর মতো।”

শীঘ্রই টেলিভিশনের পর্দায় দেখা যাবে ‘দৃষ্টিহীন’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Gargi

Travel freak, nature addict, music lover, and a dancer by passion. Crazy about wildlife when not hunting stories. Elocution and acting are my second calling. Hungry or not, always an over-zealous foodie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *