এক বছর পরিশ্রমের ফসল ভূমিকন্যা: অরিন্দম শীল

কলকাতা: শ্যুটিং শুর হয়েছিল ১৫ জানুয়ারি, প্রস্তুতি তারও ছ’মাস আগে থেকে। প্রায় এক বছর পরিশ্রমের ফসল ভূমিকন্যা। এমনটাই বললেন অরিন্দম শীল। নতুন এই ধারাবাহিকের হাত ধরেই অনেক বছর পর আবার টেলিভিশনে ফিরছেন ব্যোমকেশ নির্দেশক।

“বিশ্বাস করবেন কি না জানি না, যে সমস্ত শিল্পী এই ধারাবাহিকে কাজ করেছেন, তাদের ডেট নিয়ে রীতিমত ছিনিমিনি খেলেছি আমরা,” সংবাদমাধ্যমকে আজ বললেন অরিন্দম।

ভূমিকন্যায় একঝাঁক বড় পর্দার তারকাদের জোরালো উপস্থিতি। নামভূমিকায় সোহিনী সরকার। বাকি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, কৌশিক সেন, রূপাঞ্জনা মৈত্র, তুহিনা দাস ও অঙ্কিতা চক্রবর্তী। তবে সবচেয়ে বড় চমক, একটি বিশেষ চরিত্রে বহু বছর পর ছোট পর্দায় ফিরছেন চিরঞ্জিত্ চক্রবর্তী।

শব্দ যখন ছবি আঁকে

হঠাৎ আবার টেলিভিশনে কেন?

“আমি তো টেলিভিশনেরই লোক,” সাংবাদিকদেকর প্রশ্নের জবাবে অরিন্দম শীল বললেন। “সবে তো পাঁচ-ছয় বছর হলো ছবি পরিচালনা করছি। তার আগে আমার সব কাজই টেলিভিশনে। তাই কিছু ফিরিয়ে দিতে চেয়েছিলাম এই মাধ্যমটিকে।”

অরিন্দম শীল

অরিন্দমের কথায়, “টেলিভিশন ধারাবাহিকের মান নিয়ে প্রচুর সমালোচনা হয় আজকাল। কিন্তু সেটা বদলে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেন না। সমালোচনা করেই ক্ষান্ত হন সবাই। তাই চ্যানেল কর্তৃপক্ষ থেকে যখন অফারটা আসে, তখন ভাবলাম, চলো দেখাই যাক না একদম সিনেমার মত করে ছোট পর্দার জন্য একটা ধারাবাহিক তৈরি করা যায় কি না।”

তাশি গাঁওয়ে একদিন

সীমিত সংখ্যক পর্বে শেষ হবে রূপক সাহার তরিতা পুরাণ উপন্যাস অবলম্বনে নির্মিত ভূমিকন্যা। তাই টিআরপি ওঠানামার কোনও চাপ নেই। “সেটা যদি থাকত, তাহলে কখনওই কাজ করতাম না,” সাফ বক্তব্য সোহিনীর।

“বাড়িতে সবাই মিলে বসে দেখতে পারবেন ভূমিকন্যা। অত্যন্ত যত্ন নিয়ে আমরা বানিয়েছি এই ধারাবাহিকটি,” দাবী অরিন্দমের।

পদ্মনাভ দাশুপ্তর চিত্রনাট্য, আঙ্কোর ভাট-এ আউটডোর শ্যুট, ও বিক্রম ঘোষের সঙ্গীত নিয়ে ভূমিকন্যা আসছে ৩০ জুলাই স্টার জলসায়।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *