টেলিভিশনে ফিরছেন প্রিয়াঙ্কা সরকার
RBN Web Desk: বাংলা টেলিভিশনে ফিরছেন প্রিয়াঙ্কা সরকার। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন তিনি। ‘আস্থা’, ‘খেলা’, ‘নানা রঙের দিনগুলি’র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। পরে ‘মহানায়ক’-এর মতো ধারাবাহিকেও কাজ করেছেন তিনি।
এবার এক জনপ্রিয় বাংলা বেসরকারী চ্যানেলে একটি পারিবারিক গেম শো-এর সঞ্চালকের ভূমিকায় থাকছেন প্রিয়াঙ্কা। শো-এর নাম ‘সুপার ফ্যামিলি’। বিভিন্ন পাড়ায় ঘুরে হবে এই শো-এর শুটিং। মোট পাঁচটি রাউন্ড থাকবে এক একটি পর্বে। সেগুলো হলো ‘ধর তো দেখি’, ‘লে হালুয়া’, ‘শাঁখের করাত’, ‘কপাল জোরে’ এবং ‘বাকিটা ব্যক্তিগত’। বিজয়ীর পুরস্কার মূল্য ₹৫১ হাজার।
আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে নতুন ছবি ঘোষণা অনিন্দ্যর
প্রিয়াঙ্কা ছাড়াও বর্তমানে বাংলা ছবির একাধিক জনপ্রিয় নায়িকা তাঁদের অভিনয় জীবন শুরু করেছিলেন টেলিভিশনের মাধ্যমে। এঁদের মধ্যে রয়েছেন মিমি চক্রবর্তী, পার্নো মিত্র, ঋতাভরী চক্রবর্তী ও আরও অনেকে। টেলিভিশনের আরও এক পরিচিত মুখ মধুমিতা সরকারও পা রাখতে চলেছেন বড় পর্দায়। পরিচালক প্রতীম ডি গুপ্তর পরবর্তী ছবি ‘লাভ আজ কাল পরশু’তে দেখা যাবে তাঁকে।
‘সুপার ফ্যামিলি’র সম্প্রচার শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।