শবনম করতে এখন আর কোনও প্রস্তুতি লাগে না: মানালি
RBN Web Desk: শবনমের চরিত্রে অভিনয় করতে এখন আর তাঁর কোনও প্রস্তুতি লাগে না, এমনটাই বললেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। বর্তমানে ‘নকশি কাঁথা’ ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন তিনি। ২০০৮ সাল থেকে বাংলা টেলিভিশনে নিয়মিত কাজ করছেন মানালি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে মানালি জানালেন, যে কোনও টেলিভিশন ধারাবাহিকই আজকাল প্রায় প্রতিদিনই শুটিং হয়। তাই সেই চরিত্রটিকে রিহার্স করার কোনও সময় পান না টেলিভিশন শিল্পীরা। তবে এটাও ঠিক যে দীর্ঘদিন একই চরিত্রে অভিনয় করার ফলে একটা সময়ের পর আলাদা কোনও প্রস্তুতি লাগে না। ‘নকশি কাঁথা’ ধারাবাহিকের ক্ষেত্রেও সেটাই হয়েছ। প্রায় দেড় বছর ধরে শবনম চরিত্রটি করার ফলে, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে এখন আর দৃশ্যটি রিহার্স করার কোনও প্রয়োজন পড়ে না।
আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে নতুন ছবি ঘোষণা অনিন্দ্যর
‘নীড় ভাঙা ঝড়’, ‘মোহনা’, ‘বউ কথা কও’, ‘সখী’ ও ‘মহানায়ক’-এর মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মানালিকে। এর মধ্যে ‘বউ কথা কও’-এ মৌরীর চরিত্রে অভিনয় করে তিনি সব থেকে বেশি জনপ্রিয় হন। টেলিভিশের পাশাপাশি ‘অচিন পাখি’, ‘স্থানীয় সংবাদ’, ‘প্রাক্তন’ ও ‘গোত্র’র মতো ছবিতে অভিনয় করেছেন মানালি।
ছবি: সবুজ দাস