প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসান

RBN Web Desk: প্রয়াত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ দিল্লীর সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পরিবারের তরফ থেকে এই খবর জানিয়েছেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। মৃত্যুকালে প্রণববাবুর বয়স হয়েছিল ৮৪ বছর। ১০ আগস্ট রাতে বাড়িতে পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারও করা হয়। তখন তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। এর পর থেকেই প্রণববাবুর শারীরিক অবস্থার অবনতি হয়, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। তাঁর স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ২০১৫ সালে মারা যান। তাঁর দুই পুত্র ও এক কন্যা বর্তমান। 

১৯৩৫ সালের ১১ ডিসেম্বর বীরভূম জেলার মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব। ২০১২ সালে তিনি ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২০১৭ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব বহন করেন।

আরও পড়ুন: বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য ‘একলা চলো রে’ গাইলেন অনুপম

তবে এর আগে প্রায় পাঁচ দশক ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃস্থানীয় পদে থেকেছেন তিনি। একাধিকবার ভারত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকও সামলেছেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ভারত অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন তিনি। ২০১৯ এ বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করেন। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *