‘পাণ্ডব গোয়েন্দা’ ঘিরে ক্ষোভের জবাব দিল চ্যানেল
RBN Web Desk: এই প্রথমবার ধারাবাহিক হিসেবে একটি বাংলা বেসরকারী টেলিভিশন চ্যানেলের পর্দায় আসছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত জনপ্রিয় ‘পান্ডব গোয়েন্দা’ থ্রিলার সিরিজ় অবলম্বনে একই নামের ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রোমো প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকদের একাংশ। মূল কাহিনী থেকে সরে গিয়ে ধারাবাহিকে চরিত্রাভিনেতাদের বয়স বাড়ানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। তাঁদের বক্তব্য, এই আধুনিকীকরণ মূল গল্পগুলোর অপমান। এমনকি প্রোমোতে দেখানো অ্যানিমেটেড কুকুরটিও বেশ নিম্নমানের ভিএফএক্স বলে তাঁদের অভিযোগ।
ধারাবাহিকটি ঘিরে সেই ক্ষোভেরই জবাব দিল চ্যানেল কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, প্রথম প্রকাশের পর এতগুলো বছর ধরে ‘পাণ্ডব গোয়েন্দা’র সদস্য বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু ও বিচ্ছুর বয়স বেড়েছে অনেকটাই। ষষ্ঠীপদবাবুর লেখাতেই তার উল্লেখ আছে। লেখক বহু দশক ধরে ‘পাণ্ডব গোয়েন্দা’ লিখেছেন। সেখানে তাদের বড় হয়ে ওঠার কথা আছে। টেলিভিশনের পর্দায় সীমিত সময়ে সেটা দেখানো সম্ভব নয়। তাছাড়া আইনত ২১ বছরের আগে কেউ পিস্তল চালানোর লাইসেন্স পায় না। তাই গল্পে কিশোর বাবলুর পিস্তল চালানোর উল্লেখ থাকলেও, টেলিভিশনে তা দেখানো যায় না।
আরও পড়ুন: আবারও বাংলা ওয়েব সিরিজ়ে স্বস্তিকা
‘পাণ্ডব গোয়েন্দা’র সর্বক্ষণের সঙ্গী তাদের পোষা কুকুর পঞ্চু। এই কুকুরটিকে অ্যানিমেটেড করা ছাড়া আর কোনও উপায় ছিল না বলে জানালেন চ্যানেল কর্তৃপক্ষ। টেলিভিশন মেগা-ধারাবাহিকের শুটিং প্রায় গোটা দিন ধরে চলে। একটি কুকুরকে দিনের পর দিন সেটে এনে কাজ করানো শুধু অসম্ভবই নয়, অমানবিকও। তাই ভিএফএক্স করাই ছিল একমাত্র উপায়।
এদিকে বাবলু এবং বাচ্চুর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার ইঙ্গিতও রয়েছে প্রোমোতে। এমনকি নেপথ্যে শোনা যাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ ছবির জনপ্রিয় গান ‘প্রাণ দিতে চাই, মন দিতে চাই’। এই নিয়ে দর্শকের ক্ষোভের বিষয়ে অবশ্য কোনও উত্তর দেয়নি চ্যানেল কর্তৃপক্ষ।
৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘পাণ্ডব গোয়েন্দা’র সম্প্রচার।