শহরে নতুন স্ট্যান্ডআপ কমেডি শো

RBN Web Desk: স্ট্যান্ডআপ কমেডির সঙ্গে প্রায় সকলেই কমবেশি পরিচিত। জ়াকির খান, বরুণ গ্রোভার, মোহিত মোরানী, নীতু ভরদ্বাজ, অভিষেক উপমন্যু এরকম বহু স্ট্যান্ডআপ কমেডিয়ানদের লাইভ অনুষ্ঠান দেখতে ভিড় করেন দর্শক। এমনকি এদের ইউটিউব ভিডিওতে লাইকের সংখ্যা লক্ষাধিক। কিন্তু কলকাতা শহরের বুকে সেভাবে স্ট্যান্ডআপ কমেডি দেখা যায় না। সেই কারণেই শ্বেতা দে তাঁর কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে শুরু করতে চলেছেন হ্যাপি ফুলস।

উনবিংশ শতাব্দীর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয় স্ট্যান্ডআপ কমেডি। এরপর ধীরে-ধীরে বহু জায়গায় ছড়িয়ে পড়ে এ ধরণের উদ্যোগ। খুব সহজ সরল সামাজিক, রাজনৈতিক বা ব্যক্তিগত সমস্যাকে মজার আঙ্গিকে ব্যক্ত করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

আরও পড়ুন: দুটি আসন খালি রাখবেন নন্দিতা-শিবপ্রসাদ

শ্বেতা নিজে একজন কনটেন্ট রাইটার। তিনি জানালেন, “আমি কমেডি ভীষণ ভালোবাসি। বহু বছর ধরেই বিভিন্ন স্ট্যান্ডআপ কমেডি শো আমি দেখে আসছি। একটা সময় পর মনে হলো আমি এটাই করতে চাই, আর তখনই হ্যাপি ফুলস তৈরি করলাম।”

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

কলকাতার বিভিন্ন ক্লাব ও ক্যাফেতে পরপর শোয়ের আয়োজন করবে হ্যাপি ফুলস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়া বিজ্ঞাপনে জানানো হবে রেজিস্ট্রেশনের তারিখ। সেখান থেকে কমেডিয়ানরা যোগাযোগ করে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারবেন বলে জানালেন শ্বেতা। তিনি জানালেন, “এই প্ল্যাটফর্মে ভাষার কোনও সীমাবদ্ধতা থাকবে না। বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনও ভাষায় তাঁরা পারফর্ম করতে পারবেন।”



২১ মে ক্যাফে ওহানায় হ্যাপি ফুলসের প্রথম ওপেন মাইক শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাহুল কুমার সিংহ। রাহুল পেশায় তথ্যপ্রযুক্তিবিদ এবং বিলেটেড কমেডির অধীনে একটি কমেডি রুম পরিচালনা করেন। শ্বেতা ছাড়াও এই শোয়ে অংশগ্রহণ করবেন করবেন রোহিত মিশ্র, সাজিদ আনোয়ার, সুনীল কুমার মন্ডল ও সোনাল জয়সওয়াল। এদের মধ্যে সুনীল ও সাজিদ ব্যাঙ্কে কর্মরত। বাকিরা বেশরিভাগই ছাত্র। সাজিদ, রোহিত এবং সুনীল একসঙ্গে ‘জোকিস্তান কমেডি’ নামক একটি দল চালান।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *