রহস্যভেদী মিঠুন, ট্রেলারে মিলল ঝলক
RBN Web Desk: থ্রিলার সিরিজ়ের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। সিরিজের নাম ‘বেস্টসেলার’। গতকাল মুক্তি পেল এই সিরিজ়ের ট্রেলার আর সেখানেই দেখ গেল তাঁর অভিনীত চরিত্রটির এক ঝলক। মিঠুন ছাড়াও অভিনয় করেছেন শ্রুতি হাসান, গওহর খান, সত্যজিৎ দুবে, অর্জুন বাজওয়া ও সোনালি কুলকার্নি। সিরিজ়টি পরিচালনা করেছেন মুকুল অভ্যয়ঙ্কর।
‘বেস্টসেলার’-এ সাহিত্যিক তাহির ওয়াজ়িরের চরিত্রে রয়েছেন অর্জুন। তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন গওহর। প্লটের খোঁজে থাকা তাহিরের দেখা হয় কফিশপের এক কর্মীর (শ্রুতি) সঙ্গে। রহস্যের শুরু সেখানেই যার সমাধান করতে আসেন উচ্চপদস্থ পুলিশ অফিসার লোকেশ প্রামাণিক (মিঠুন)।
আরও পড়ুন: সেরা প্রাপ্তি পটল-পোস্ত
সংবাদমাধ্যমকে মিঠুন জানিয়েছেন যে ওয়েবে পদার্পণের জন্য এর থেকে ভালো চরিত্র হতে পারত না। ক্ষুরধার বুদ্ধির পাশাপাশি তাঁর অভিনীত চরিত্রের মধ্যে একটি ব্যঙ্গাত্মক দিকও রয়েছে। টানটান কাহিনী দর্শকদের ভালো লাগবে বলেই মনে করেন তিনি।
১৮ ফেব্রুয়ারি থেকে আমাজ়ন প্রাইমে দেখা যাবে ‘বেস্টসেলার’।