শেষবেলার ‘ঠিকানা বৃদ্ধাশ্রম’, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: শহরের বিভিন্ন প্রান্তে হাইরাইজ়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃদ্ধাশ্রমও। অনেকর জীবনেরই শেষবেলার ঠিকানা হয়ে ওঠে এই বৃদ্ধাশ্রম। কাউকে পাঠানো হয় জোর করে, আবার কেউ আসেন স্বেচ্ছায়। কারণ যাই হোক, কাছের মানুষদের ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকতে চান না কেউই।
এরকমভাবেই একদিন ছেলে বউমার অত্যাচারে অতিষ্ট হয়ে একটি বৃদ্ধাশ্রমে ঠাঁই হয় রীনার। সেখানে সে খুঁজে পায় তারই মতো অনেককে। একাকীত্বে ভুগতে থাকা এই মানুষগুলোই শেষ জীবনে একে অন্যের মধ্যে খুঁজে পায় বেঁচে থাকার রসদ। তবে সময়ের চাকাও ঘুরে যায় একদিন। রীনার ছেলের সন্তানই একদিন তার বাবাকে রেখে যায় সেই একই বৃদ্ধাশ্রমে।
নগরকেন্দ্রিক সভ্যতার এক বিবর্ণ চিত্রই পরিচালক সুবীর পাল চৌধুরী তুলে ধরতে চলেছেন তাঁর পরবর্তী ছবি ‘ঠিকানা বৃদ্ধাশ্রম’-এ। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ মিত্র, বিশ্বজিত চক্রবর্তী, সোমা চক্রবর্তী, দেবিকা মিত্র, রমেন রায়চৌধুরী, অভিষেক দেব রায়, সাহানা রায়চৌধুরী ও আরও অনেকে। গতকাল শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল ‘ঠিকানা বৃদ্ধাশ্রম’-এর ট্রেলার। উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রমেন রায়চৌধুরী।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
“ছবির মূল ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক পরিচিতের কাছে,” জানালেন ‘ঠিকানা বৃদ্ধাশ্রম’-এর কাহিনীকার সুনীল কুমার ঘোষ। “তখন থেকেই চিন্তাভাবনা ছিল যে এই বিষয়টা নিয়ে যদি একটা ছবি করা যায়। সেটা এতদিনে সফল হলো।”
ছবিতে রীনার ভূমিকায় অভিনয় করেছেন সোমা।
আরও পড়ুন: যে জন থাকে মাঝখানে
সুবীর জানালেন, “এই ছবিটা কোনও একমাত্রিক দৃষ্টিকোণ থেকে তৈরী করা নয়। বৃদ্ধাশ্রমে বাবা মা’কে রেখে আসা ছেলেমেয়ের সন্তানরা তাঁদের দাদু ঠাকুমাকে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনছেন, এরকম ঘটনাও বিরল নয়। সেটাও দেখানো হয়েছে এই ছবিতে।”
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন রীপন চট্টোপাধ্যায়।
আগামীকাল মুক্তি পাচ্ছে ‘ঠিকানা বৃদ্ধাশ্রম’।