বউ নাকি বোন, বিভ্রান্তি কাটাবে নতুন ধারাবাহিক
RBN Web Desk: চুরি তো কতরকমই হয়। কিন্তু নিজের জিনিস আবার কে চুরি করে? আর জিনিস তো নয়, এ হলো আস্ত নিজের বউ। সেই বউকেই কিনা চুরি করল অনাথ! প্রভাতকুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত কাহিনি ‘বউচুরি’ (Bou Churi) অবলম্বনে সাতদিনের গল্প এবার দেখা যাবে টেলিভিশনে। পরিচালনা করেছেন বিজয় জানা।
ছেলে অনাথ কলকাতায় গিয়ে ব্রাহ্মদের পাল্লায় পড়ে বিগড়ে যাচ্ছে জানতে পেরে জমিদার বিধুভূষণ তাকে মিথ্যে অছিলায় বাড়িতে ডেকে এনে মন্দাকিনীর সঙ্গে বিয়ে দিয়ে দেন। এদিকে অনাথ ভালবাসে ব্রাহ্মরমণী ইন্দুবালাকে। ইন্দুর দাদা হেমন্ত অনাথকে বুদ্ধি দেয় যে বিবাহে ভালোবাসা নেই, সেখানে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাইবোনের মতোই। অগত্যা অনাথ তার এই বিশেষ ভগিনী মন্দাকিনীকে কলকাতায় নিয়ে আসে এই ভেবে যে একবার যদি ব্রাহ্ম ধর্মে দীক্ষা দিতে পারে তাহলেই তার অন্যত্র বিবাহ দেওয়া যাবে আর সে নিজেও মুক্তি পাবে। বিপাকে পড়ে এবার নিজের বউকেই চুরি করে কলকাতায় নিয়ে যাবার চেষ্টা করে অনাথ। সত্যিই কি মন্দাকিনীকে অন্য কারও হাতে তুলে দেবে সে?
আরও পড়ুন: সলমনের ছবি স্থগিত?
ধারাবাহিকে অনাথের ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ লস্কর। মন্দাকিনীর ভূমিকায় আছেন অয়ন্যা চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন রাজর্ষি মুখোপাধ্যায়, বহ্নি চক্রবর্তী, তানিশকা তিওয়ারি, দীপাঞ্জলি মুখোপাধ্যায়, কেশব ভট্টাচার্য, সংগীতা ঘোষ, আয়ুষ মজুমদার, পার্বনি বর্মন। চিত্রনাট্য লিখেছেন মৌমিতা করগুপ্ত। সংলাপ রচনায় শাঁওলি।
৫ আগস্ট থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় আকাশ আটের ‘সাহিত্যের সেরা সময়’ ধারাবাহিকে দেখা যাবে ‘বউচুরি’।