বিশেষ চরিত্রে আমির খান?
RBN Web Desk: আমির খান (Aamir Khan) ও লোকেশ কনগরাজ দীর্ঘদিন ধরে একটি ছবির বিষয়ে কথা বলছেন। একাধিকবার দেখাও করেছেন তাঁরা। তবে এখনও চিত্রনাট্য চূড়ান্ত হয়নি। এবার শোনা যাচ্ছে অন্য একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। তবে সেখানে একট বিশেষ চরিত্রে থাকবেন তিনি।
আপাতত ‘কুলি’ ছবির কাজ করছেন লোকেশ। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত। শোনা যাচ্ছে, এই ছবিতে কাজ করতে চলেছেন আমির।
আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় প্রসেনজিৎ?
২০২২ সালে মুক্তি পেয়েছিল আমির ও করীনা কপূর অভিনীত ‘লাল সিং চড্ডা’ (Laal Singh Chaddha)। ছবিটি আশানুরূপ ফল না করায় লম্বা বিরতি নিয়েছিলেন আমির। শোনা গিয়েছিল আর হয়তো অভিনয় করবেন না তিনি। তবে তাঁর আগামী ছবি মুক্তি পাওয়ার কথা এই বছরেই।