বাংলাদেশের ভিডিও অ্যালবামে শানু
RBN Web Desk: ১৯৮৫ সালে প্রথম কোনও বাংলাদেশী ছবিতে গান গেয়েছিলেন কেদারনাথ ভট্টাচার্য ওরফে কুমার শানু। শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ ছবির গান ‘তিন কন্যা এক ছবি’ গেয়েছিলেন তিনি। শেষ গেয়েছিলেন—‘বলছে আকাশ মুখ লুকিয়ে’—২০১৬ সালে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর গানটি খুবই জনপ্রিয় হয়েছে।
তবে এবার ছবির গান নয়, একটি ভিডিও অ্যালবামে গাইলেন শানু। এই অ্যালবামে শানু গেয়েছেন ‘চল আরো এক বার’ গানটি। গানের কথা ও সুর পল্লব গৌতমের। এমএইচ রিজ়ভির পরিচালনায় অ্যালবামের শুটিংয়ে ছিলেন প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় ও রিজ়ভি। ছিলেন শানু ও রিজ়ভী নিজেও। অ্যালবামটির শ্যুটিং হয়েছে হয়েছে মানালিতে।
আরও পড়ুন: আবারও ব্যোমকেশ, গল্পের শেষাংশ পাল্টাচ্ছেন অরিন্দম
বাংলা ও হিন্দি ছাড়াও একাধিক ভাষাতে গান গেয়েছেন শানু। নব্বইয়ের দশকে একের পর এক সুপারহিট গান বেরিয়েছে তাঁর কণ্ঠে।