‘ছোট’ হয়ে প্রেমে পড়া কি চাঁদে হাত?
RBN Web Desk: আকারে ছোট বা ‘ডোয়ার্ফ’ হয়ে জন্মানো এখনও মানুষের কাছে অভিশাপস্বরূপ। সভ্যতা বিভিন্ন অংশে, মানসিকতায় উন্নত হলেও তার সংকীর্ণতা এখনও পুরোপুরি কাটেনি। আজও পথেঘাটে তাঁদের দেখলে অনেকেই চোরাদৃষ্টিতে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসেন। সার্কাসে যখন এই মানুষগুওল ক্লাউন হিসেবে মঞ্চে আসেন, তখন তাঁদের কীর্তিকলাপ দেখে নির্মল হাসির সঙ্গেও মেশে কয়েক ছিটে তাচ্ছিল্যও। এরকমই একটি চরিত্রকে কেন্দ্রে রেখে আসছে বর্ষালী চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘কুলপি’।
এই ছবির কেন্দ্রীয় চরিত্র কুলদীপ রায়চৌধুরী। আকারে ছোট হওয়ায় তার ডাকনাম কুলপি। সে তার বাবা কালীপদ, সৎমা মানবী আর সৎভাই বিহুর সঙ্গে থাকে। মানবী তাকে প্রায়ই নানাভাবে খোঁটা দেয়, অত্যাচার করে। মানবীর নানা অত্যাচার থেকে কুলপিকে বাঁচিয়ে রাখে বিহু ও কালীপদ। এর জন্য অবশ্য কালীপদকেও প্রচুর মুখঝামটা শুনতে হয়, কিন্তু সে তাতে তোয়াক্কা না করে বড়ছেলেকে আগলে রাখে।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
পঁচিশ বছর বয়সী কুলপির সঙ্গে কঙ্কনার আলাপ হয়। কঙ্কনাকে দারুণ ভালো লাগলেও কুলপি সঙ্কোচে তার মনের ভাব প্রকাশ করতে পারে না। শুধু তা লিখে রেখে দেয় ডায়রির পাতায়।
তবে কুলপির জীবনেও খলনায়ক রয়েছে। সে এক সার্কাসের ম্যানেজার, নাম হিলটন ব্রাগানজ়া। সে তার সার্কাসে আকারে ছোট মানুষদের ক্লাউনের ভূমিকায় অভিনয় করায়। কুলপিকে তার কাছে বেচে দেওয়ার প্রস্তাব নিয়ে সে কালীপদর কাছে যায়। এক কথায় না করে দেয় কালীপদ। পরিষ্কার জানায়, উচ্চশিক্ষিত সন্তানকে সার্কাসে পাঠাতে তাঁর যথেষ্ট আপত্তি আছে। বেঁকে বসে কুলপিও।
অনন্যোপ্যায় হয়ে হিল্টন কুলপিকে অপহরণ করানোর চেষ্টা করলেও কঙ্কনার হস্তক্ষেপে সে চেষ্টা বিফল হয়। ভয় পেয়ে গুরুতর অসুস্থ হয়ে কুলপি হাসপাতালে ভর্তি হয়। সেই ফাঁকে কঙ্কনা কুলপির ডায়রি পড়ে ফেলে। জানতে পারে তার মনের কথা। এই দুর্ঘটনার ফলে মানবীর মধ্যেও বদল আসে।
কিন্তু প্রশ্ন রয়ে যায়, হিলটন কি হাল ছেড়ে দেবে? কঙ্কনা আর কুলপির কি মিল হবে? সে সবের উত্তর আছে বর্ষালী চট্টোপাধ্যায়ের তৃতীয় ছবি ‘কুলপি’তে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবির নামভূমিকায় অভিনয় করেছেন প্রত্যয় ঘোষ। কঙ্কনার চরিত্রে রয়েছেন পায়েল সরকার। কুলপির বাবা কালীপদ রায়চৌধুরী এবং সৎ মা মানবীর ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত ও চুমকি চৌধুরী। হিলটনের চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু। একটি বিশেষ চরিত্রে থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীপ্রীতম, শোভন গঙ্গোপাধ্যায় ও সুপ্রতীপ ভট্টাচার্য।
২০২২ সালের শুরুর দিকেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কুলপি’।