ধর্মবিদ্বেষের বিরুদ্ধে ‘আসমানী ভোর’
RBN Web Desk: ‘ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে’ এ কথা আজ সর্বজনবিদিত। ধর্মের ভিত্তিতে ভেদাভেদ ও তাকে হাতিয়ার করে ক্ষমতার লড়াই সমগ্র পৃথিবীর চিরাচরিত সমস্যা। এই বিষয়ের ওপর নির্ভর করেই পরিচালক সায়নদীপ চৌধুরী তৈরি করতে চলেছেন তাঁর প্রথম ছবি ‘আসমানী ভোর’। অভিনয়ে থাকছেন দেবদূত ঘোষ, কিঞ্জল নন্দ, পূজারিণী ঘোষ, দীপক হালদার, অমিত সাহা, রাহুল দেব ঘোষ, সমীর সূত্রধর, মধুমিতা সেনগুপ্ত, অনন্যা পাল ভট্টাচার্য ও সৌরদীপ্ত দাস।
ছবির কাহিনী ধর্মবিদ্বেষ ও তার ভিত্তিতে ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে এগিয়ে চলে। রং মেখে যাঁরা বহুরূপী সাজে তাদের থেকেও অনেক বেশি বোকা বানায় মুখোশের আড়ালে থাকা ভদ্রবেশী শয়তানের দল। ভালমানুষির আড়ালে কে কখন বিশ্বাসঘাতকতা করে বোঝা মুশকিল। এই একবিংশ শতকে দাঁড়িয়ে আজও মানুষের কাছে ধর্মের মূল্য মানবিকতার চেয়ে বেশি। আর সেই ধর্মের কারণেই সর্বত্র এত বিবাদ, এত রক্ত। কিন্তু সেই রক্তের রং তো ধর্ম বিশেষে আলাদা হয় না। সমস্ত ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের রক্তের রং লাল। কারণ রক্তের কোনও ধর্ম হয় না। তাই ধর্ম নয়, বরং মানুষে মানুষে সম্পর্কই চিরস্থায়ী হয়। এক মুসলমান বহুরূপী, যে পেটের দায়ে হিন্দু দেবতার বেশ ধারণ করে তাকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে। ধর্মবিদ্বেষের বিরুদ্ধে গিয়ে মানুষকে ভালোবাসতে শেখাবে ‘আসমানী ভোর’।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবির বিষয় নিয়ে সায়নদীপ জানালেন, “‘আসমানী ভোর’ অর্থাৎ এক নতুন সূচনা, যা জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। বিগত কয়েকমাস ধরে ছবির প্রস্তুতিপর্ব চলছে। আশা করা যায় ছবিটি দর্শকদের ভালো লাগবে।”
ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। আবহ সঙ্গীতে শুভদীপ মজুমদার ও প্রিয়াঙ্ক দাস।
নভেম্বরে মুর্শিদাবাদে শুরু হতে চলেছে ছবির শ্যুটিং।